120 বছরে পা Harley Davidson এর, নতুন বাইক আনছে জানুয়ারিতে

Avatar

Published on:

2023 Harley-Davidson Nightster S Images Leaked

উন্মোচনের আগেই ফাঁস হল Harley-Davidson Nightster S মোটরসাইকেলের ছবি। নতুন বছরের ১৮ জানুয়ারি অফিশিয়ালি বাইকটির উপর থেকে পর্দা সরানোর দিন হিসেবে সংস্থার তরফে ধার্য করা হয়েছিল। কিন্তু তার আগেই অনলাইনে ছড়িয়ে পড়ল আসন্ন নতুন মডেলটির ছবি।

হার্লে-ডেভিডসন নাইটস্টার এস সংস্থার বাজারচলতি Nigtster-এর একই প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে আসবে। ছবিতে দেখা গিয়েছে আসন্ন নতুন প্রজন্মের (২০২৩) বাইকটির বহিরঙ্গে কিছু আপগ্রেড নজরে পড়েছে। যেমন একটি পিলিয়ন সিট ও পিলিয়ন ফুটরেস্ট উপস্থিত এতে। যা স্ট্যান্ডার্ড মডেলটিতে নেই। আবার Nightster S-এ অপশনাল ফিচার হিসেবে ব্যাকরেস্ট অফার করছে হার্লে-ডেভিডসন।

বাইকটি গ্লসি ব্ল্যাক পেইন্ট স্কিমে হাজির হবে। আবার বাইকটির ফাঁস হওয়া অস্ট্রেলিয়ান শংসাপত্রে দাবি করা হয়েছে এতে একটি ৯৭৫ সিসি V-twin ইঞ্জিন থাকছে। যা থেকে সর্বোচ্চ ৯০ এইচপি শক্তি এবং ৯৪ এনএম টর্ক উৎপন্ন হবে। যা নাইটস্টারের ক্ষেত্রেও সমান। নথিতে উল্লেখ রয়েছে মোটরসাইকেলটির কার্ব ওয়েট ২১৬ কেজি। স্ট্যান্ডার্ড ভার্সনের থেকে যা ৫ কেজি বেশি।

হুইলের আকার বাজার চলতি মডেলটির সাথে অভিন্ন থাকলেও ছবিতে কাস্ট হুইলের ডিজাইনে ভিন্নতা নজরে পড়েছে। সাসপেনশন, ব্রেকিং এবং ফিচার সম্পর্কে জানা যায়নি। উল্লেখ্য, ১২০তম বার্ষিকী উপলক্ষ্যে ১৮ জানুয়ারি সংস্থার তরফে বড় করে উদযাপন করা হবে বলে ঘোষণা করা হয়েছে।

সঙ্গে থাকুন ➥