Honda Transalp 800: শক্তিশালী অ্যাডভেঞ্চার বাইক নিয়ে চূড়ান্ত পর্যায়ের পরীক্ষা করছে হোন্ডা, 2023-এ লঞ্চ হতে পারে

Avatar

Published on:

Honda Transalp 800 Motorcycle Spied Testing launch

Honda তাদের একটি পাওয়ারফুল অ্যাডভেঞ্চার বাইকের উপরে কাজ শুরু করেছে। যার নাম Transalp 800। রাস্তায় ট্রায়াল চলাকালীন মডেলটির ছবি ইতিমধ্যেই সামনে এসেছে। একইসাথে ফাঁস হয়েছে নানা তথ্য। সাম্প্রতিক স্পাই শট বলছে, Honda Transalp 800 এর ডিজাইন হবে পরিপাটি। সামনের অংশ CB500X এর মতো। আবার Africa Twin এর সাথে বডিওয়ার্কের সাদৃশ্য রয়েছে।

Transalp 800 অফ-রোডের থেকে বেশি রোড ওরিয়েন্টেড হবে বলে মনে করা হচ্ছে। টেস্ট ভার্সনটি প্রোডাকশনের জন্য প্রস্তুত বলেই অনুমান। দেহে সাদা রঙের আধিক্য বেশি। রিমে হলুদ রঙ রয়েছে। আর ফুয়েল ট্যাঙ্কে লাল-নীলের কালারফুল ব্যাজিং। আশা করা যায় চূড়ান্ত ডিজাইনে খুব একটা বেশি পরিবর্তন হবে না।

Honda Transalp 800 খুব সম্ভবত ৮০০ সিসি প্যারালাল টুইন ইঞ্জিন দ্বারা পরিচালিত হবে। একই ইঞ্জিন আপকামিং হর্নেট স্ট্রিটফাইটার বাইকেও থাকার সম্ভাবনা প্রবল। এর সাথে সিক্স স্পিড গিয়ারবক্স দেওয়া হবে। আউটপুট সম্পর্কে কিছু জানা যায়নি। তবে পাওয়ার ৮০ বিএইচপির কাছাকাছি থাকতে পারে বলে মনে করা হচ্ছে। সাসপেনশনের জন্য বাইকটির সামনে ইউএসডি ফর্ক ও পিছনে মনোশক থাকবে। এছাড়া ফ্রন্ট টুইন পেটাল ডিস্ক ও সিঙ্গেল রিয়ার ডিস্ক থাকতে দেখা গিয়েছে।

Honda Transalp 800 রাইডারের সুরক্ষার জন্য ডুয়েল চ্যানেল এবিএস-সহ আসবে। টেস্ট মডেলের ২১ ইঞ্চি স্পোক চাকা ডুয়াল পারপাজ টায়ারে মোড়া ছিল। বাইকটি আসন্ন EICMA 2022 ইভেন্টে প্রথমে প্রদর্শিত হয়ে সামনের বছর ভারতের বাজারে লঞ্চ হতে পারে। এ দেশে দাম ১২ লাখ টাকার (এক্স-শোরুম) কাছাকাছি ধার্য করা হতে পারে‌।

সঙ্গে থাকুন ➥