KTM এর নতুন বাইক কিনতে হুড়োহুড়ি, তিন মিনিটে পুরো বিক্রি হয়ে গেল

Avatar

Published on:

KTM RC 8C Limited Edition 2023 Sold Out

সারা বিশ্বে কেটিএমপ্রেমীর অভাব নেই। তবে কেটিএম (KTM)-এর বাইকের প্রতি মানুষের উন্মাদনা যে এতোটা, তা আগে কল্পনা করা যায়নি। KTM RC 8C-এর নতুন ভার্সনের (২০২৩) বুকিং শুরু হওয়ার মাত্র ২ মিনিট ৩৮ সেকেন্ডে ঝড়ের গতিতে বিক্রি হয়ে গেল সবকটি মডেল। উল্লেখ্য, লিমিটেড এডিশন মোটরসাইকেলটির মাত্র ২০০ ইউনিট তৈরি করেছিল কেটিএম। যার প্রতিটি মডেল নিমেষের মধ্যে বিক্রি হয়ে গিয়েছে।

কেটিএম একটি ওয়েটিং লিস্ট তৈরি করেছে। যদি কোনো ক্রেতা রেসিং মোটরসাইকেলটি বুকিং করার পর তা বাতিল করে দেন, তবে সেটি পরবর্তী ক্রেতার জন্য উপলব্ধ হবে। নতুন প্রজন্মের KTM RC 8C একাধিক আপডেট পেয়েছে। একটি সম্পূর্ণ নতুন পেইন্ট স্কিম, এরো প্যাকেজ, আপগ্রেডেড ইলেকট্রনিক ফিচার, এবং হাই-এন্ড কম্পোনেন্ট।

রেসিং বাইকটির ইঞ্জিনেও আপডেট দেওয়া হয়েছে। এটি থেকে ১১,০০০ আরপিএম গতিতে ১৩৩ বিএইচপি শক্তি এবং ৮,২৫০ আরপিএম গতিতে ৯৮ এনএম টর্ক উৎপন্ন হবে। পাওয়ার আগের চাইতে ৬.৯ বিএইচপি বৃদ্ধি পেয়েছে। যার নেপথ্যে নতুন হালকা টাইটেনিয়াম ভাল্ভ এবং কনরড, দুটো পিস্টন রিং, উচ্চ কমপ্রেশন রেশিও, বৃহৎ থ্রটেল বডি, এবং একটি বুস্টার ফুয়েল পাম্প/প্রেসারের কৃতিত্ব রয়েছে।

অন্যদিকে, ক্লাচ প্রিলোড, টপ ব্যালেন্সারের অপসারণ, এবং দক্ষতা বৃদ্ধির জন্য ক্র্যাংক কেস ব্যালেন্সার শ্যাফ্ট অ্যাডজাস্ট করা হয়েছে। 2023 KTM RC 8C-এর অন্যান্য ফিচারের তালিকায় উপস্থিত ট্রাকশন কন্ট্রোল, ম্যাপিং এবং ইঞ্জিন বেকিং। জিপিএস ডেটা লগার সহ এতে উপস্থিত একটি ড্যাশবোর্ড এবং মোটোজিপি মোটরসাইকেল থেকে নেওয়া হ্যান্ডেলবার সুইচ।

সঙ্গে থাকুন ➥