বছর শেষে চমক, Suzuki ভারতে নতুন স্কুটার আনছে, বেশি মাইলেজ প্লাস আকর্ষণীয় ফিচার্স

Avatar

Published on:

Suzuki Burgman Street 125 New Variant teased in India

ভারতে বিক্রিত স্টাইলিশ ডিজাইনের অন্যতম স্কুটার হল Suzuki Burgman Street। এর যেমন রূপ, ফিচারও ততোধিক উন্নত। কিন্তু এতেও আত্মসন্তুষ্টি আনতে অপারগ সুজুকি। তাই তারা স্কুটারটির নতুন সংস্করণ আনতে চলেছে। সংস্থার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে সেই নতুন ভার্সনের টিজার ভিডিয়ো।

Suzuki Burgman Street এর নয়া ভ্যারিয়েন্ট ওই লাইনআপের সবচেয়ে অত্যাধুনিক মডেল হিসাবে আত্মপ্রকাশ করবে বলেই অনুমান। যে কারণে আরও বেশি আকর্ষণীয় ফিচার্সে সমৃদ্ধ হয়ে আসবে এটি। ব্রিটেনের বাজারে বিক্রিত Burgman Street 125EX এর নামে হাজির হবে স্কুটারটি। সমস্ত স্পেসিফিকেশন ও বৈশিষ্ট্য ব্রিটিশ মডেলটির মতো হবে।

তাৎপর্যপূর্ণ বিষয় হল নতুন মডেলের পেছনে ১২ ইঞ্চির অ্যালয় হুইল দেওয়া হতে পারে। যেখানে বাজার চলতি মডেলে রয়েছে ১০ ইঞ্চি ইউনিট। ফলে সামনে 12 ইঞ্চির অ্যালয় হুইলের সাথে এটি আরও বেশি স্থিতিশীলতা দেবে বলে আশা করা যায়। ফিচারে সংযোগন হিসাবে আসতে পারে অটো স্টার্ট/স্টপ সিস্টেম, সাইলেন্ট স্টার্টার সিস্টেম। বেশি ফুয়েল এফিশিয়েন্ট হওয়ার কারণে তেল খরচও কমে আসবে। এই প্রসঙ্গে বলে রাখি ব্রিটেনের বাজারে উপলব্ধ Burgman Street 125EX এর মাইলেজ ৫৬ কিমি/ লিটার।

এছাড়া সুজুকি বার্গম্যানের রাইড কানেক্ট ভ্যারিয়েন্টের সমস্ত ফিচার যেমন ডিজিটাল কন্ট্রোল, স্মার্ট ফোন কানেক্টিভিটি এবং টার্ন বাই টার্ন নেভিগেশন সহ হাজির হবে নতুন মডেলটি। এর ফলে স্ট্যান্ডার্ড ভার্সনের চাইতে দামী মডেল হিসেবে আত্মপ্রকাশ করবে এটি। রাইড কানেক্ট মডেলটির এদেশের দাম ৯৩,৩০০ টাকা (এক্স-শোরুম)। সে কারণে 125EX-এর মূল্য হতে পারে ১ লক্ষ টাকার কাছাকাছি (এক্স-শোরুম)।

দিনক্ষণ এখনও ঘোষণা না করলেও, চলতি মাসের যে কোনো সময়ে সুজুকি তাদের বার্গম্যান স্ট্রিট ম্যাক্সি স্কুটারের নতুম ভ্যারিয়েন্টটি এদেশে লঞ্চ করতে পারে। বাজারে স্কুটারটির প্রতিপক্ষদের মধ্যে রয়েছে – Honda Grazia, Hero Maestro 125, TVS NTorq 125, Honda Activa 125 এবং Yamaha Fascino 125।

সঙ্গে থাকুন ➥