Hero বাস্তবেই অপ্রতিরোধ্য, Honda-র চেয়ে দ্বিগুণের বেশি বাইক বিক্রি করে রেকর্ড

Avatar

Published on:

Top 5 Best Selling Motorcycle Brand

ইদানিং ভারতে টু-হুইলারের বাজারে গিয়ারলেস স্কুটারের জনপ্রিয়তা বাড়তে দেখা যাচ্ছে। যার প্রধান‌ কারণ গিয়ার পরিবর্তনের ঝুটঝামেলা না থাকায় যানজট পূর্ণ রাস্তায় সহজে চলাচলের সুবিধা দেয় এটি। কিন্তু অধিক স্টাইলিশ মোটরসাইকেল আজও তরুণ প্রজন্মের অধিকাংশের হৃদয় জুড়ে রয়েছে। আবার এদেশে বাইকের পছন্দতে ভিন্নতার প্রবণতা দেখা দিয়েছে। যেমন আজকাল স্ট্রিট ফাইটার ও অ্যাডভেঞ্চার মডেলগুলির আনাগোনা বৃদ্ধি পাচ্ছে। এই প্রতিবেদনে জানুয়ারি ২০২৩-এ দেশে সর্বাধিক বিক্রিত মোটরসাইকেল বিক্রয়কারী পাঁচটি সংস্থা সম্পর্কে আলোচনা করা হল।

Royal Enfield

গত মাসে ভারতের সর্বাধিক বিক্রিত মোটরসাইকেল সংস্থার তালিকার পঞ্চম স্থান দখল করেছে রয়্যাল এনফিল্ড (Royal Enfield)। জানুয়ারিতে সংস্থাটি মোট ৬৭,৭০২ জন নতুন ক্রেতার মুখ দেখেছে। তুলনাস্বরূপ ২০২২-এর প্রথম মাসে বেচাকেনার পরিমাণ ছিল ৪৯,৭২৬ ইউনিট। ফলে ইয়ার-অন-ইয়ার গ্রোথ ৩৬.১%।

TVS

তালিকার চতুর্থ স্থানের দখলদার তামিলনাড়ুর হোসুরের টু-হুইলার ব্র্যান্ড টিভিএস (TVS)। আগের মাসে Apache-র নির্মাতা মোট ৭৯,৩৯৪ জন ক্রেতার হাতে মোটরসাইকেলের চাবি তুলে দিতে পেরেছে। যেখানে আগের বছর জানুয়ারিতে বেচাকেনার পরিমাণ ৫৭,৮১০ ইউনিট থাকায় আগের মাসের বিক্রিতে ৩৭.৩ শতাংশ উত্থান ঘটেছে।

Honda

জানুয়ারিতে সর্বাধিক মোটরসাইকেল বিক্রির নিরিখে তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে হোন্ডা (Honda)-র নাম। গেল মাসে সংস্থাটি মোট ১,২৭,৯১২টি বাইক বিক্রি করতে পেরেছে। আগের বছর ওইসময়ে বেচাকেনার পরিমাণ ১,৩৯,৩৮৪ থাকায় বিক্রিতে ৮.২% পতন ঘটতে দেখা গেছে।

Bajaj

তালিকার দ্বিতীয় স্থানে দখলদার বাজাজ অটো (Bajaj Auto)। সংস্থাটি আগের মাসে মোট ১,৩৮,৮৬০ জন ক্রেতার হাতে মোটরসাইকেলের চাবি তুলে দিতে পেরেছে। এদিকে এক বছর আগে ওই সময়ে বেচাকেনার পরিমাণ ১,৩৪,২২৮ থাকায় বিক্রি উত্থান ঘটেছে ৩.৪%।

Hero MotoCorp

বরাবরের মতো তালিকার শীর্ষস্থান দখল করেছে হিরো মোটোকর্প (Hero MotoCorp)। পুরনো সঙ্গী হোন্ডার তুলনায় বাইক বিক্রি আড়াই গুণের বেশি)। এ বছর জানুয়ারিতে হিরোর ৩,২৬,৪৬৭টি মোটরসাইকেল নতুন গ্রাহকের গ্যারেজে ঠাঁই পেয়েছে। ২০২২ এর একই সময়ের (৩,৩৬,৬৭৩) তুলনায় বেচাকেনা ৩% কমতে দেখা গেছে।

সঙ্গে থাকুন ➥