Tata Motors শেষমেষ নিয়ে ফেলল বড় সিদ্ধান্ত, Altroz হ্যাচব্যাকের চার ভ্যারিয়েন্টের বিক্রি বন্ধ করল

Avatar

Published on:

Tata Motors Discontinued Altroz XE XZ Dark and XZO Variants

স্টাইলিশ ডিজাইন ও দুর্দান্ত ফিচারযুক্ত ভারতের অন্যতম জনপ্রিয় হ্যাচব্যাক গাড়ি হল Tata Altroz। এদেশে গাড়িটি একাধিক ভ্যারিয়েন্টে বেছে নেওয়া যায়। যার মধ্যে পেট্রোল ও ডিজেল উভয় মডেলই উপস্থিত। তবে এবারে Altroz-এর ট্রিমের তালিকা থেকে বাদ পড়ল কয়েকটি মডেল। টাটা জানিয়েছে, Altroz-এর XE, XZ Dark এবং XZ(O)-এর ডিজেল ভ্যারিয়েন্টগুলি আর বিক্রি করা হবে না। এমনকি বাদের তালিকায় আছে XZA(O) পেট্রোল ভ্যারিয়েন্টটিও। তবে Altroz-এ যোগ করা হয়েছে XT Dark এডিশন মডেলটি।

উপরিউক্ত ভ্যারিয়েন্টগুলির পাশাপাশি টাটা মোটরস হ্যাচব্যাক অ্যালট্রজের High Street Gold কালার স্কিম মডেলটি পুনরায় হাজির করেছে। বর্তমানে গাড়িটি সাতটি রঙের বিকল্পে কেনা যায় – অপেরা ব্লু, আর্কেড গ্রে, ডাউনটাউন রেড, এভিনিউ হোয়াইট, কসমো ব্ল্যাক এবং হার্বার ব্লু।

উল্লিখিত মডেলগুলির বিক্রি বন্ধের জন্য কোনো কারণ দর্শায়নি টাটা মোটরস। তবে ডিলার সূত্রে খবর, মডেলগুলির বিক্রিতে ভাটা পড়ার কারণেই এই পদক্ষেপ নিয়েছে সংস্থা। বিগত কয়েক মাসে টাটা অ্যালট্রজের আগের বছরের ওই সময়ের তুলনা স্বরূপ বিক্রি কমতে দেখা গিয়েছে। তবে কয়েকজন ডিলারের মালিক জানিয়েছেন, অ্যালট্রজের লাইনআপে নতুনত্ব আনতেই টাটার তরফে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। যেমন অতীতে Nexon-এর ক্ষেত্রেও করা হয়েছিল।

গাড়িটির পারফরম্যান্সের প্রসঙ্গে বললে, এটি তিনটি ইঞ্জিনের বিকল্পে বেছে নেওয়া যায়। ১.২ লিটার পেট্রোল, ১.২ লিটার টার্বো চার্জড পেট্রোল এবং ১.৫ লিটার ডিজেল ইঞ্জি অপশনে উপলব্ধ। এদের আউটপুট যথাক্রমে ৮৫ বিএইচপি, ১০৮ বিএইচপি এবং ৮৯ বিএইচপি। প্রতিটি মডেলই ম্যানুয়াল এবং ডিসিটি গিয়ারবক্স বিকল্পে উপলব্ধ। এটি Hyundai i20, Maruti Suzuki Baleno ও Toyota Glanza-র সাথে টক্কর নেয়।

সঙ্গে থাকুন ➥