৩০ হাজার টাকার কমে দ্রুত ইন্টেল প্রসেসর, Infinix INBook Y1 Plus ভারতে আসছে

Avatar

Published on:

Infinix INBook Y1 Plus Laptop Launch India Date

Infinix শীঘ্রই ভারতের বাজারে নতুন ল্যাপটপ নিয়ে আসছে। আসন্ন এই নোটবুকের নাম হবে Infinix INBook Y1 Plus। Flipkart থেকে এটি পাওয়া যাবে। ই-কমার্স সাইটটি ইতিমধ্যেই এই ল্যাপটপের জন্য একটি মাইক্রোসাইট তৈরি করেছে। তবে এর সঠিক লঞ্চের তারিখ এখনও জানা যায়নি।

মাইক্রোসাইট থেকে জানা গেছে যে, Infinix INBook Y1 Plus সিলভার, ব্লু ও গ্রে কালারে পাওয়া যাবে। আর এতে দেওয়া হবে ১৫.৬ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে। এটি আল্ট্রা ন্যারো বেজেল, ২৫০ নিটস ব্রাইটনেস অফার করবে। অডিও ফ্রন্টের কথা বললে, এটি স্টেরিও স্পিকার সহ আসবে, যা ২ ওয়াট সাউন্ড আউটপুট দেবে।

পাওয়ার ব্যাকআপের জন্য, ইনফিনিক্স ইনবুক ওয়াই১ প্লাস ল্যাপটপে দেওয়া হবে ৫০ ওয়াট আওয়ার ব্যাটারি, যা ১০ ঘন্টা ব্যাটারি লাইফ দেবে। আর এই নোটবুকে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এতে টাইপ সি পোর্ট থাকবে।

এছাড়া ইনফিনিক্স ইনবুক ওয়াই১ সম্পর্কে আর কোনো তথ্য সামনে আসেনি। তবে ফ্লিপকার্ট তাদের মাইক্রোসাইটে জানিয়েছে, এতে ইন্টেল কোর প্রসেসর ব্যবহার করা হবে। আর এর দাম রাখা হবে ৩০,০০০ টাকার কম।

সঙ্গে থাকুন ➥