10 হাজারে আইফোনের ফিল, Realme C55 আজ ভারতে লঞ্চ হচ্ছে, দাম ও ফিচার দেখে নিন

Avatar

Published on:

Realme C55 Launching Today in India

Realme C55 ইন্দোনেশিয়ার পর আজ ভারতে লঞ্চ হতে চলেছে। দুপুর সাড়ে বারোটা থেকে শুরু একটি ভার্চুয়াল ইভেন্টে এই ফোনটির উপর থেকে পর্দা সরানো হবে। রিয়েলমি ইন্ডিয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ওয়েবসাইট থেকে এই ইভেন্টে দেখা যাবে। Realme C55 ভারতে বাজেট রেঞ্জে আসবে। ই-কমার্স সাইট ফ্লিপকার্ট ইতিমধ্যেই ফোনটির জন্য একটি মাইক্রো সাইট তৈরি করেছে। ডিভাইসটির মূল আকর্ষণ iPhone 14 Pro এর ডায়নামিক আইল্যান্ড-সদৃশ ডিসপ্লে নচ।

রিয়েলমি সি৫৫ এর সম্ভাব্য দাম – Realme C55 Expected Price in India

টিপস্টার মারফত জানা গেছে ভারতে রিয়েলমি সি৫৫ তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে – ৪ জিবি র‍্যাম + ৬৪ জিবি স্টোরেজ, ৪ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ। ফোনটির দাম শুরু হবে ১০,০০০ টাকা থেকে।

Realme C55 এর সম্ভাব্য স্পেসিফিকেশন

আশা করা যায় ভরতে লঞ্চ হতে চলা রিয়েলমি সি৫৫ এর স্পেসিফিকেশন ইন্দোনেশিয়ান ভ্যারিয়েন্টের মতো হবে। সেক্ষেত্রে এতে পারফরম্যান্সের জন্য মিডিয়াটেক হেলিও জি৮৮ প্রসেসর এবং মালি জি৫২ গ্রাফিক্স ব্যবহার করা হবে। আর এটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক রিয়েলমি ইউআই ৪.০ কাস্টম স্কিনে চলবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে পাওয়া যাবে ৫,০০০ এমএএইচ ব্যাটারি, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

Realme C55 এর সামনে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৫২-ইঞ্চির ফুল এইচডি প্লাস LCD ডিসপ্লে দেখা যাবে। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। আবার পিছনে ডুয়েল ক্যামেরা সেটআপ থাকবে। এই ক্যামেরাগুলি হবে ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর।

সঙ্গে থাকুন ➥