ভারতে লঞ্চ হল Lava Flip, দাম ২ হাজার টাকারও কম

Avatar

Published on:

ভারতীয় মোবাইল ফোন প্রস্তুতকারক Lava সোমবার একটি নতুন ফিচার ফোন লঞ্চ করলো, যার নাম Lava Flip। আইকনিক ফ্লিপ ডিজাইন সম্পন্ন এই ফোনটি প্রবীণ মানুষদের পাশাপাশি নতুন প্রজন্মের ক্রেতাদেরও আকর্ষণ করবে বলে লাভার বিশ্বাস। ২.৪ ইঞ্চি ডিসপ্লে সম্পন্ন লাভার এই নয়া ফোনটির স্টোরেজ ৩২ জিবি পর্যন্ত বর্ধিত করা যাবে। এছাড়া এই ফোনটিতে আছে ১,২০০ এমএএইচ লিথিয়াম-আয়ন ব্যাটারি। আবার লাভা ফ্লিপ ফোনটি ভিজিএ ক্যামেরা এবং একাধিক ভাষার সাপোর্ট সহ এসেছে।

Lava Flip এর দাম

লাভা তাদের এই নতুন ফ্লিপ ফোনটির দাম রেখেছে ১,৬৪০ টাকা। ফোনটি আপাতত রেড এবং ব্লু ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। লাভার আউটলেটগুলির সাথে ফ্লিপকার্ট এবং অ্যামাজনেও খুব তাড়াতাড়ি এই ফোনটি কেনা যাবে।

Lava Flip এর স্পেসিফিকেশন

লাভা ফ্লিপ ফোনে আছে ২.৪ ইঞ্চি ডিসপ্লে এবং পলিকার্বনেট বডিযুক্ত। এই ফোনটি ৩৬০ ডিগ্রি ট্রান্সপারেন্ট প্যাকেজিংসহ পাওয়া যাবে। ফোনটি মিলিটারি গ্রেড শংসাপত্র প্রাপ্ত। এতে ডুয়াল সিমকার্ড ব্যবহার করা যাবে। Lava Flip ফোনে ১,২০০ এমএএইচ ব্যাটারির সাথে আছে ভিজিএ ক্যামেরা। এছাড়া আছে ব্লিঙ্ক কল নোটিফিকেশন ও অটো কল রেকর্ডিংয়ের মতো জনপ্রিয় ফিচার।

লাভা ফ্লিপ ফিচার ফোনে মোট ২২টি ভারতীয় ভাষার সাপোর্ট রয়েছে। ফলে এই সমস্ত ভাষায় ইনকামিং টেক্সট মেসেজ ফোনটিতে পড়া যাবে। এছাড়া ইংরেজী, হিন্দি, তামিল, কন্নড়, তেলেগু, গুজরাটি ও পাঞ্জাবীর মতো ভাষাগুলিতে টেক্সট টাইপ করা যাবে।

অন্যান্য ফিচার ফোনগুলির মতো লাভার এই নতুন ফ্লিপ ডিভাইসটিতে ইনস্ট্যান্ট টর্চ, রেকর্ডিং সহ ওয়্যারলেস এফএম, নাম্বার টকার, কন্ট্যাক্ট আইকনের সুবিধা পাওয়া যাবে। ফোনটির সাথে লাভা সম্পূর্ণ এক বছরের রিপ্লেসমেন্টের প্রতিশ্রুতি দিচ্ছে। লাভার যে কোন সার্ভিস সেন্টারে এই রিপ্লেসমেন্টের সুবিধা গ্রহণ করা যাবে।

সঙ্গে থাকুন ➥