অপেক্ষা শেষ, Realme 11, Realme 11 Pro, Realme 11 Pro+ ফোনের লঞ্চের তারিখ নিশ্চিত করল কোম্পানি

Avatar

Updated on:

Realme 11 Series 11 Pro Plus Launch Date

Realme 11 সিরিজের লঞ্চের তারিখ নিশ্চিত করলো সংস্থা। আগামী ১০ মে চীনে উন্মোচিত হবে এই সিরিজের স্মার্টফোনগুলি। যদিও Realme এখনও এই সিরিজের অধীনে কতগুলি ফোন আনা হবে তা এখনও জানায়নি। তবে মনে হচ্ছে আপাতত তিনটি ডিভাইস সহ Realme 11 সিরিজ লঞ্চ হতে চলেছে, যার মধ্যে থাকবে Realme 11, Realme 11 Pro ও Realme 11 Pro+।

লঞ্চের তারিখ জানালেও, টিজার পোস্টারে Realme কোনো ফোনের ছবি রাখেনি। কেবল জানানো হয়েছে ১০ মে চীনে স্থানীয় সময় বিকাল ৪ টেয় ফোনগুলির উপর থেকে পর্দা সরানো হবে। আসুন রিয়েলমি ১১ সিরিজ সম্পর্কে আপাতত কি কি তথ্য সামনে এল জেনে নেওয়া যাক।

Realme 11, Realme 11 Pro ও Realme 11 Pro+ -এর সম্ভাব্য স্পেসিফিকেশন ও ফিচার

টেনা লিস্টিং থেকে জানা গেছে, Realme 11 ProRealme 11 Pro+ ফোনে থাকবে ৬.৭ ইঞ্চি কার্ভড এজ অ্যামোলেড ডিসপ্লে। উভয় ডিভাইস ফুল এইচডি প্লাস রেজোলিউশন ও ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। আর প্রো মডেল ১০০ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা সহ আসবে।

এছাড়া আশা করা হচ্ছে যে, রিয়েলমি ১১ প্রো প্লাস মডেলে ট্রিপল রিয়ার ক্যামেরা মডিউল দেওয়া হবে। এই ক্যামেরাগুলি হতে পারে ২০০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর , ৮ মেগাপিক্সেল টেলিফটো সেন্সর ও ২ মেগাপিক্সেল আরেকটি সেন্সর। এই টেলিফটো ক্যামেরা মুন শট অফার করবে।

পাওয়ার ব্যাকআপের জন্য রিয়েলমি ১১ প্রো ও রিয়েলমি ১১ প্রো প্লাস ফোনে থাকবে ৫,০০০ এমএএইচ ব্যাটারি। এর মধ্যে প্রো ও প্লাস যথাক্রমে ৬৭ ওয়াট ও ৮০/১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। পারফরম্যান্সের জন্য দুটি ডিভাইসে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০০ সিরিজের প্রসেসর ব্যবহার করা হবে।

আর Realme 11 Pro ও Realme 11 Pro+ ১৬ জিবি পর্যন্ত র‌্যাম ও ১ টিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যাবে। তবে প্রো ও প্লাস মডেল সম্পর্কে এত কিছু জানা গেলেও, বেস মডেল সম্পর্কিত তথ্য এখনও সামনে আসেনি। তবে আশা করা যায় Realme 11 5G সহ সিরিজের অন্য দুটি মডেল অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক রিয়েলমি ইউআই ৪.০ কাস্টম স্কিনে চলবে।

সঙ্গে থাকুন ➥