YouTube থেকে এবার সহজেই হবে আয়, ৫০০ সাবস্ক্রাইবার থাকলেই হবে চ্যানেল মনিটাইজ, এল নতুন নিয়ম

Avatar

Published on:

YouTube channel monetization new rules 500 subscriber 3000 hours watch time need

আপনি যদি YouTube-এর একজন কনটেন্ট ক্রিয়েটর (Content Creator) হন এবং অর্থ উপার্জনের জন্য এখনো লড়াই করতে থাকেন তাহলে আপনার জন্য গুগলের এই ভিডিও প্ল্যাটফর্মটি নিয়ে এসেছে সুসংবাদ। কারণ YouTube ছোটো ছোটো কনটেন্ট ক্রিয়েটরদের সুবিধা দেবার জন্য তাদের পলিসিতে বড় ধরনের পরিবর্তন করেছে। সংস্থাটি মনিটাইজেশন প্রোগ্রামে অংশ নেবার জন্য সাবস্ক্রাইবারের সংখ্যা ১০০০ থেকে কমিয়ে ৫০০ করে দিয়েছে। অর্থাৎ ৫০০ জন সাবস্ক্রাইবার থাকলেই YouTube থেকে অর্থ উপার্জন করা সম্ভব। এছাড়াও ইউটিউব তার পলিসিতে আরো অন্যান্য যে বদল গুলি এনেছে চলুন সেই সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক।

YouTube তার নতুন পলিসিতে কি কি বলেছে?

ইউটিউব পার্টনার প্রোগ্রামে যোগদান করার জন্য এবং মনিটাইজেশন এনাবল করার জন্য ক্রিয়েটরদের কিছু নিয়ম পালন করতে হয়। নতুন পলিসি অনুযায়ী, ক্রিয়েটরদের এলিজিবল হওয়ার জন্য এবার থেকে মাত্র ৫০০ জন সাবস্ক্রাইবার-এর প্রয়োজন পড়বে। এর সাথে কোম্পানিটি ওয়াচ আওয়ার ৪০০০ থেকে কমিয়ে ৩০০০ করে দিয়েছে। এছাড়াও, ইউটিউব শর্টস-এর ভিউজ ১০ মিলিয়ন (১ কোটি) থেকে কমিয়ে ৩ মিলিয়ন (৩০ লক্ষ) করে দিয়েছে। আপাতত এই নতুন নিয়মগুলি আমেরিকা, ইউনাইটেড কিংডম, কানাডা, তাইওয়ান এবং দক্ষিণ কোরিয়ার ক্ষেত্রে প্রযোজ্য হবে।

রেভিনিউ শেয়ারিং-এর নিয়ম গুলি কি?

YouTube তার পলিসিতে নানান বদল আনলেও রেভিনিউ শেয়ারিং-এর ক্ষেত্রে কোন বদল আনেনি। অর্থাৎ ইউটিউবে আগের থেকে বেশি সংখ্যক কনটেন্ট ক্রিয়েটররা পার্টনার প্রোগ্রামের যোগ্য হয়ে উঠবে। আর তারা ৫৫ শতাংশ রেভেনিউ YouTube থেকে পাবে। বাকি ৪৫ শতাংশ রেভেনিউ সংস্থাটি নেবে।

উল্লেখ্য, ইউটিউব সক্রিয়ভাবে তার অ্যাড রেভিনিউ শেয়ারিং প্রোগ্রামের মাধ্যমে রেভিনিউ জেনারেট করার জন্য ক্রিয়েটরদের উৎসাহিত করে থাকে। বিশেষ করে শর্টসের ক্ষেত্রে কোম্পানিটি এই কাজ করে থাকে। ক্রিয়েটরদের তাদের কনটেন্টের মনিটাইজেশন অন করার অনুমতি দেবার পিছনে ইউটিউবের উদ্দেশ্য হলো তাদের আরো উৎসাহিত করে তোলা।

এই একই কৌশল গ্রহণ করছে TikTok-ও

ইউটিউবের মতো টিকটক ও অন্যান্য প্ল্যাটফর্ম গুলিও ক্রিয়েটরদের মনিটাইজেশন পরিষেবা দেওয়ার প্রয়াস শুরু করে দিয়েছে। কিছুদিন আগেই টিকটিক ঘোষণা করেছে যে, যে সমস্ত ক্রিয়েটরদের ১০০০০-এর বেশি ফলোয়ার্স আছে, তারা টিকটকের সিরিজ নামের ভিডিও পেওয়াল ফিচার ব্যবহার করতে পারবে এবং যাদের ১০০০ ফলোয়ার্স আছে তারাও অ্যাডিশনাল ক্রাইটেরিয়া পূরণ করে থাকলে এই ফিচারটির জন্য আবেদন করতে পারেন। মনে করা হচ্ছে, এই ফিচারটির মাধ্যমে ক্রিয়েটররা এমন প্রিমিয়াম কনটেন্ট তৈরি করতে সক্ষম হবে যেগুলি অ্যাক্সেস করার জন্য তাদের ফ্যানরা অর্থপ্রদানও করতে পারে।

সঙ্গে থাকুন ➥