PBKS vs CSK: গত ম্যাচের প্রতিশোধ সম্পন্ন রুতুরাজদের, ধর্মশালায় পাঞ্জাবকে একতরফাভাবে হারিয়ে ১২ পয়েন্টে CSK

পাঞ্জাবের শেষের দিকের প্লেয়াররা লড়াই চালালেও ততক্ষণে ম্যাচ হাত থেকে বেরিয়ে গেছিলো। আজকের জয় নিয়ে পয়েন্টস তালিকায় তৃতীয় স্থানে উঠে আসে রুতুরা।

Updated on:

Chennai Super Kings beat Punjab Kings by 28 runs in dharamshala amd move to 3rd in IPL 2024 points table

আজ ধর্মশালায় এবছর আইপিএলের প্রথম ম্যাচে মুখোমুখি হয় পাঞ্জাব কিংস এবং চেন্নাই সুপার কিংস (Punjab Kings vs Chennai Super Kings)। আজও টসে হেরে প্রথম ব্যাটিং করতে নামতে হয় চেন্নাইকে। গত ম্যাচে‌ এই দুটি দল মুখোমুখি হলে পাঞ্জাব সহজ জয় তুলে নেয়। তাই প্লে অফে উঠতে আজকের ম্যাচে জয় অনেক গুরুত্বপূর্ণ ছিল চেন্নাইয়ের জন্য। আর সেই‌ অনুযায়ী ম্যাচে বড় জয়ে নিয়ে পয়েন্টস তালিকায় এগিয়ে যায় সুপার কিংসরা।

চেন্নাইয়ের হয়ে ওপেন করতে এসে আজও ব্যার্থ হন অজিঙ্কা রাহানে। দ্বিতীয় উইকেটে রুতুরাজ গায়কোয়াড (Ruturaj Gaikwad) এবং মিচেল মিলে কিছুটা পার্টনারশিপ গড়লেও কিছুক্ষণ পরে আবার গোছায় উইকেট হারায় চেন্নাই।‌ শিবম দুবে আজও আউট হন ০ তে। নিচের দিকে রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) এসে হাল ধরলে দলের স্কোর এগিয়ে যায়।

তবুও ২০ ওভারে মাত্র ১৬৭ রান করতে সক্ষম হয় চেন্নাই। তবে এই লক্ষ্য মোটেই সহজ ছিলনা পাঞ্জাবের জন্য। প্রথমেই তুষার দেশপান্ডে ফর্মে থাকা জনি বেয়ারস্টোর উইকেট তুলে নেন। এরপর কোনো ব্যাটসম্যান দাঁড়াতে পারেনি চেন্নাইয়ের বোলারদের সামনে। মাত্র ৯০ রানে ৮ উইকেট হারিয়ে হার শিকার করে ফেলে পাঞ্জাব। বল হাতে ৩ উইকেট তুলে নেন জাদেজা। পাঞ্জাবের শেষের দিকের প্লেয়াররা লড়াই চালালেও ততক্ষণে ম্যাচ হাত থেকে বেরিয়ে গেছিলো। আজকের জয় নিয়ে পয়েন্টস তালিকায় তৃতীয় স্থানে উঠে আসে রুতুরা।

পাঞ্জাব কিংস বনাম চেন্নাই সুপার কিংস স্কোরকার্ড (Punjab Kings vs Chennai Super Kings Scorecard)

চেন্নাই – ১৬৭/৯

রবীন্দ্র জাদেজা – ৪৩(২৬)

পাঞ্জাব – ১৩৯/৯

প্রভসিমরান সিং – ৩০(২৩)

২৮ রানে জয়ী চেন্নাই সুপার কিংস।

সঙ্গে থাকুন ➥