HomeMobilesশুরু হয়ে গেছে Oppo Diwali Bonanza সেল, স্মার্টফোনের উপর বাম্পার ছাড়

শুরু হয়ে গেছে Oppo Diwali Bonanza সেল, স্মার্টফোনের উপর বাম্পার ছাড়

Oppo ভারতে দিওয়ালি সেলের ঘোষণা করেছে। Oppo Find N3 Flip ফোল্ডেবল ফোন লঞ্চের সময় এই ঘোষণা করে সংস্থাটি। Oppo Diwali Bonanza সেল চলবে ২৪ অক্টোবর পর্যন্ত। এই সময়ে স্মার্টফোনের উপর ১০ শতাংশ পর্যন্ত ব্যাঙ্ক ডিসকাউন্ট দেওয়া হবে। তাই আপনি যদি নতুন কোনো ফোন কিনতে চান, তাহলে এই সেলটি আপনার জন্য খুব ভালো প্রমাণিত হতে পারে। এখানে আমরা Oppo Diwali Bonanza সেলে প্রিমিয়াম স্মার্টফোনগুলির সাথে পাওয়া কিছু ডিল ও ডিসকাউন্ট সম্পর্কে জানাবো।

Oppo‌ স্মার্টফোন কিনুন কম দামে

Oppo Reno 10 5G

সেল অফার চলাকালীন এই স্মার্টফোনটি পাওয়া যাবে ৩২,৯৯৯ টাকায়। ব্যাঙ্ক অফার ছাড়াও ৩,০০০ টাকা এক্সচেঞ্জ বোনাসও দেওয়া হবে।

Oppo Reno 10 Pro 5G

রেনো ১০ প্রো ৫জি ৩৯,৯৯৯ টাকায় কেনা যাবে। ফোনটির সাথে ১০ শতাংশ ব্যাঙ্ক অফার ছাড়াও থাকছে ৪,০০০ টাকার এক্সচেঞ্জ বোনাস।

Oppo Reno 10 Pro Plus 5G

ওপ্পো-র প্রিমিয়াম ডিভাইসটি ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে ৫৪,৯৯৯ টাকায়। ডিভাইসটির সাথে আপনি ১০ শতাংশ পর্যন্ত ব্যাঙ্ক ক্যাশব্যাক এবং ৪,০০০ টাকা এক্সচেঞ্জ বোনাস পাবেন।

RELATED ARTICLES

আরও পড়ুন