বাজেট ফোনে কার্ভড এজ ডিসপ্লে, Lava Blaze Curve 5G কম দামে দুর্দান্ত ফিচার সহ আসছে, সামনে এল টিজার

Avatar

Published on:

Lava Blaze Curve 5G Launch in India teased soon to launch

চলতি বছরের শুরুতে একাধিক ফোন বাজারে আসবে। এরমধ্যে Poco X6 সিরিজ, Samsung Galaxy S24 সিরিজ, OnePlus 12 সিরিজ অন্তর্ভুক্ত থাকবে। পাশাপাশি এদের সাথে যোগ দেবে Lava। সংস্থার আসন্ন ফোনের নাম Lava Blaze Curve 5G রাখা হবে বলে জানা গেছে।

Lava Blaze Curve 5G খুব শীঘ্রই বাজারে আসছি

লাভা মোবাইলের প্রেসিডেন্ট, সুনীল রায়না আজ লাভা ব্লেজ কার্ভ ৫জি ফোনের টিজার প্রকাশ করেছেন। যদিও তিনি সাংকেতিক চিহ্ন সহ টিজারটি আপলোড করেছেন। এটি ডিকোড করলে হ্যান্ডসেটটির নাম পাওয়া যাচ্ছে।

এদিকে, নাম থেকে পরিস্কার যে, লাভা ব্লেজ কার্ভ ৫জি ফোনে কার্ভড এজ স্ক্রিন দেখা যাবে। এতে ওলেড ডিসপ্লে থাকবে। এর আগে সংস্থার Lava Agni 2 5G মডেলে এই ডিসপ্লে ছিল। এছাড়া নতুন মডেলে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা ও ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হতে পারে।

জানিয়ে রাখি, Lava Agni 2 5G ফোনের দাম রাখা হয়েছিল ১৯,৯৯৯ টাকা। এতে ৬.৭৮ ইঞ্চি ফুল এইচডি প্লাস ওলেড প্যানেল উপস্থিত, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। মনে করা হচ্ছে, আসন্ন Lava Blaze Curve 5G মডেলের মূল্য ধার্য করা হতে পারে ১৫,৯৯৯ টাকা।

সঙ্গে থাকুন ➥