Komaki Flora: তেল ছাড়াই দে ছুট! সস্তায় হাজির দুর্দান্ত স্কুটার, এক চার্জেই 100 কিমি

Avatar

Published on:

Komaki flora electric scooter re launched at rs 69000

একদেখায় স্মৃতি ফেযাবে নব্বইয়ের দশকের। তখন যেমন রেট্রো স্কুটার বিক্রি হত ভারতে, অনেকটা তেমন ডিজাইন। তবে এতে আধুনিকতার ছোঁয়া স্পষ্ট। আর সবচেয়ে বড় বিষয় হল ইঞ্জিন নেই। ফলে লাগবে না জ্বালানির খরচ। এমনই এক ছিমছাম ডিজাইনের ইলেকট্রিক স্কুটার নিয়ে হাজির হল কোমাকি (Komaki)। নতুন মডেলটির নাম Komaki Flora। দামও বেশ সস্তা। কিনতে খরচ হবে ৬৯,০০০ টাকা (এক্স-শোরুম)। রি-লঞ্চ হওয়া এই স্কুটারটিতে রয়েছে বেশ কিছু আকর্ষণীয় ফিচার্স। চলুন দেখে নিই, সেগুলি কী কী।

Komaki Flora ইলেকট্রিক স্কুটার: স্পেসিফিকেশন ও ফিচার্স

মোট তিনটি কালারে বেছে নেওয়া যাবে এই ব্যাটারি স্কুটারটি – গার্নেট রেড, জেট ব্ল্যাক ও সাক্রামেন্টো গ্রে। তাৎপর্যপূর্ণ বিষয়, কোমাকি তাদের ফ্লোরা মডেলে একটি ডিটাচেবল LIPO4 ব্যাটারি ব্যবহার করেছে। ফুল চার্জে এটি ৮০-১০০ কিলোমিটার রেঞ্জ প্রদান করবে বলে দাবি করা হয়েছে। ১০০% চার্জ করতে ৪ ঘন্টা ৫৫ মিনিট সময় লাগবে। আবার ৪ ঘন্টায় ৯০% চার্জ হয়ে যাবে।

Komaki Flora-তে ফ্ল্যাট ফ্লোর-বোর্ড বর্তমান। তাই বাজারের ব্যাগ বা অন্যান্য জিনিস সামনে রেখে চলাফেরা করা যাবে। সিটের নিচে রয়েছে ১৮ লিটার বুট স্পেস। এছাড়া গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের মধ্যে ব্লুটুথ কানেক্টিভিটি সহ সাউন্ড সিস্টেম, রেডিও এফএম, কিলেস এন্ট্রি, কি-ফব এবং SOS বাটন বর্তমান। এছাড়াও, মিলবে এলইডি ডে টাইম রানিং ল্যাম্প এবং এলইডি হেডল্যাম্প।

পার্কিং অ্যাসিস্ট Komaki Flora-র ব্যবহারকারীকে এটি পার্ক করতে সহায়তা করবে। আবার হাইওয়েতে দীর্ঘ পথ যাত্রার জন্য রয়েছে ক্রুজ কন্ট্রোল। তিনটি রাইডিং মোড দেওয়া হয়েছে এতে – ইকো, স্পোর্ট এবং টার্বো। সঙ্গে একাধিক সেন্সর, সেল্ফ ডায়গনোসিস, ওয়্যারলেস আপডেট এবং স্মার্ট ড্যাশবোর্ড উপলব্ধ।

সঙ্গে থাকুন ➥