দেখলে প্রেমে পড়তে বাধ্য, দুর্ধর্ষ স্টেল্থ ব্ল্যাক এডিশনে হাজির Mahindra Thar ও Scorpio

Avatar

Published on:

Mahindra Thar Scorpio Classic Get New Black Colour

বিভিন্ন সময়ে গাড়িতে আপডেট দেওয়ার ক্ষেত্রে এসইউভি (SUV) স্পেশালিস্ট মাহিন্দ্রার (Mahindra) জুড়ি মেলা ভার। এবারে সংস্থা তাদের দুই জনপ্রিয় মডেল Thar ও Scorpio Classic -এ নতুন কালার স্কিম যোগ করার কথা ঘোষণা করল। এই দুই মডেলে দেওয়া হয়েছে স্টেল্থ ব্ল্যাক কালার। এটি পূর্বের নাপোলি ব্ল্যাক রঙের পরিবর্তে আনা হয়েছে। দুইয়ের মধ্যে পার্থক্য করা খুবই কঠিন। এক কথায় শুধু রঙের নাম বদলানো হয়েছে, দর্শনে কোন ফারাক বোঝা যাচ্ছে না।

Mahindra Thar ও Scorpio Classic পেল নতুন কালার আপডেট

নয়া রঙের বিকল্প যোগ হওয়ার ফলে এখন Mahindra Thar পাঁচটি ভিন্ন এক্সটেরিয়ার শেডে উপলব্ধ হয়েছে। আবার Mahindra Scorpio Classic-এ যোগ হয়েছে চারটি নয়া কালার অপশন। তিন দরজার Thar-এর কালার অপশনগুলি হচ্ছে – রেড রেগ, ডিপ গ্রে, স্টেল্থ ব্ল্যাক, এভারেস্ট হোয়াইট এবং ডেসার্ট ফুরি। অন্যদিকে Mahindra Scorpio Classic-তে রয়েছে গ্যালাক্সি গ্রে, এভারেস্ট হোয়াইট, স্টেল্থ ব্ল্যাক এবং মল্টেন রেড রেগ।

অন্যদিকে, Scorpio N, XUV700, XUV300 ও Bolero Neo-তে যুক্ত হয়েছে নাপোলি ব্ল্যাক এক্সটেরিয়ার পেইন্ট। প্রসঙ্গত, বর্তমানে মাহিন্দ্রা পাঁচ দরজা ভার্সনের Thar-এর উপর কাজ করছে। Maruti Suzuki Jimny -কে বেগ দিতেই আনা হচ্ছে এটি। 3-door Jimny-র সাথেই আসন্ন মডেলটি বিক্রি করা হবে। বর্তমানে এটির রোড টেস্টিং চলছে। এ বছরই লঞ্চ করতে পারে এই গাড়ি।

অন্যদিকে, নিউ জেনারেশন Mahindra Scorpio Classic নতুন অবতারে ২০২২ সালের আগস্টে ভারতে লঞ্চ করেছিল। Scorpio N-এর পাশাপাশি এটিও বিক্রি করে মাহিন্দ্রা। আগের তুলনায় ডিজাইনে ব্যাপকভাবে পরিবর্তন ঘটানো হয়েছে। গাড়িটির দাম এখন ১৩.৫৯ লক্ষ থেকে শুরু করে ১৭.৪৫ লক্ষ টাকা (এক্স-শোরুম)।

সঙ্গে থাকুন ➥