আপনি যদি বাজেট সেগমেন্টে নতুন ফোন কিনতে চান তাহলে আর দেরি করবেন না। আজ ফ্লিপকার্টে চলমান বিগ সেভিং ডেজ সেলের শেষ দিন। এই সেলে একাধিক স্মার্টফোনের সাথে বাম্পার ডিল দেওয়া হচ্ছে। এই সেল থেকে বাজেট রেঞ্জের ডিভাইসও কম দামে কেনা যাবে। এখানে আমরা ফ্লিপকার্ট বিগ সেভিং ডেজ সেলে উপলব্ধ তিনটি ফোন সম্পর্কে জানাবো, যাদের দাম 9 হাজার টাকারও কম। এই লিস্টে একটি স্যামসাং ফোনও রয়েছে, যার দাম মাত্র 6,999 টাকা। সেলে এই ডিভাইসের সাথে ব্যাঙ্ক ডিসকাউন্ট এবং এক্সচেঞ্জ অফারও দেওয়া হচ্ছে।
Samsung Galaxy F05
স্যামসাং গ্যালাক্সি F05 এর 4 জিবি র্যাম ও 64 জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 6,999 টাকা। সেলে আপনি এই ফোনটি 5% ক্যাশব্যাক সহ কিনতে পারবেন। ক্যাশব্যাকের জন্য আপনাকে ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ড দিয়ে পেমেন্ট করতে হবে। কোম্পানি এর সাথে 6,450 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাসও দিচ্ছে। ফিচারের কথা বললে, এই স্যামসাং ডিভাইসে 6.74-ইঞ্চি এইচডি + ডিসপ্লে রয়েছে। এটি হেলিও জি৮৫ প্রসেসরে কাজ করে। স্যামসাংয়ের এই স্মার্টফোনের প্রাইমারি ক্যামেরা 50 মেগাপিক্সেল।
Infinix Hot 50 5G
সেলের শেষ দিনে ইনফিনিক্স হট 50 5G এর 4 জিবি র্যাম ও 128 জিবি ভ্যারিয়েন্টের দাম রয়েছে 9,999 টাকা। ব্যাঙ্ক অফারে 1,000 টাকা ছাড় দেওয়া হবে। আবার ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক কার্ড দিয়ে পেমেন্ট করলে 5% ক্যাশব্যাক পাওয়া যাবে। আর পুরানো ফোন এক্সচেঞ্জ করলে 8,800 টাকা পর্যন্ত বোনাসও মিলবে। এই ফোনে 6.7 ইঞ্চি HD+ ডিসপ্লে ও 48 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে।
POCO M6 5G
পোকোর এই হ্যান্ডসেটের 4 জিবি র্যাম এবং 64 জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টেথ দাম 8,499 টাকা। ব্যাঙ্ক অফারে এর দাম আরও 500 টাকা পর্যন্ত কমানো যাবে। আর ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক কার্ড পেমেন্টে 5% ক্যাশব্যাক পাবেন। আবার এক্সচেঞ্জ অফারে 7,950 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। ফিচারের কথা বললে, এই ফোনে 6.74 ইঞ্চি HD+ ডিসপ্লে আছে। ফটোগ্রাফির জন্য রয়েছে 50-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। পারফরম্যান্সের জন্য এতে ডাইমেনসিটি 6100+ চিপসেট ব্যবহার করা হয়েছে।