আপনি যদি মোটোরোলা ফোনের ভক্ত হন এবং ব্র্যান্ডের নতুন ফোন কিনতে চান তাহলে অ্যামাজনের লিমিটেড অফার কাজে লাগাতে পারেন। এই অফারে আপনি বাম্পার ডিসকাউন্ট সহ Motorola Razr 40 Ultra কিনে নিতে পারবেন। অ্যামাজনে ছাড়ের পর এর 8 জিবি র্যাম এবং 256 জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম পড়বে 59,999 টাকা। আবার ব্যাঙ্ক অফারের সুবিধা নিতে পারলে আরও 5,000 টাকা পর্যন্ত ফ্ল্যাট ডিসকাউন্ট পাওয়া যাবে।
এরজন্য আপনাকে এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করতে হবে। ব্যাঙ্ক অফার ছাড়াও Motorola Razr 40 Ultra ফোনটি আপনি 36,500 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ডিসকাউন্ট সহ কিনতে পারবেন। তবে মনে রাখবেন এক্সচেঞ্জ অফারে কত ডিসকাউন্ট পাওয়া যাবে তা নির্ভর করবে আপনার পুরাতন ফোনের অবস্থা, ব্র্যান্ড এবং কোম্পানির এক্সচেঞ্জ পলিসির উপর।
Motorola Razr 40 Ultra এর ফিচার ও স্পেসিফিকেশন
মোটোরোলা রজার 40 আল্ট্রা ফোনে 2640 x 1080 পিক্সেল রেজোলিউশন সহ 6.9-ইঞ্চি FlexView Full HD + POLED LTPO ডিসপ্লে আছে। এই ডিসপ্লে 165Hz পর্যন্ত রিফ্রেশ রেট এবং 1400 নিটস পিক ব্রাইটনেস লেভেল সাপোর্ট করে। এর বাইরের ডিসপ্লের সাইজ 3.6 ইঞ্চি। এই কুইকভিউ পোলেড ডিসপ্লে 144Hz রিফ্রেশ রেট অফার করে। ডিসপ্লে সুরক্ষার জন্য এতে ব্যবহার করা হয়েছে গরিলা গ্লাস ভিক্টাস।
এই ফোল্ডেবল ফোনটি স্ন্যাপড্রাগন 8+ Gen 1 চিপসেট দ্বারা চালিত। ফটোগ্রাফির জন্য পাওয়া যাবে 13 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড অটোফোকাস ক্যামেরা এবং 12 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে 32-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। এতে 3800mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 33W টার্বোপাওয়ার ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। বায়োমেট্রিক সিকিউরিটির জন্য এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ।