Samsung চলতি বছরে তাদের ফ্ল্যাগশিপ এস সিরিজ Galaxy S25 বাজারে এনেছে। এআই ফিচার সহ লেটেস্ট কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসরের বিশেষ সংস্করণ সিরিজের মডেলগুলিতে পাওয়া যাবে। তবে নতুন ফোনগুলি নিয়ে আলোচনার মধ্যে চর্চা শুরু হয়েছে আগামী বছরে আসতে চলা Galaxy S26 সিরিজ নিয়ে।
আসলে সম্প্রতি একটি রিপোর্টে দাবি করা হয়েছে যে, Samsung Galaxy S26 Ultra ডিভাইসে ৭০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে, অর্থাৎ বর্তমান মডেলের তুলনায় ২০০০ এমএএইচ বেশি। গত বছর থেকে আমরা ফ্ল্যাগশিপ স্মার্টফোনে বড় ব্যাটারি ব্যবহার হতে দেখছি। আর যেহেতু চীনা ব্র্যান্ডগুলি দীর্ঘক্ষণ ব্যাকআপ ও ব্যাটারি ক্যাপাসিটি বাড়ানোর জন্য সিলিকন কার্বন ব্যাটারি টেকনোলজি ব্যবহার করতে শুরু করেছে, তাই স্যামসাংও সেই পথে হাঁটবে বলেই ধরে নেওয়া যায়।
Samsung Galaxy S26 Ultra মডেলে থাকবে না ৭০০০ এমএএইচ ব্যাটারি
তবে টিপস্টার @PandaFlashPro জানিয়েছেন যে, দক্ষিণ কোরিয়ার স্মার্টফোন ব্র্যান্ডটি এক্ষুনি এই দৌড়ে সামিল করছে না। একটি এক্স পোস্টে তিনি লিখেছেন, “স্যামসাং যদি গ্যালাক্সি এস২৬ আল্ট্রা মডেলছ ৭০০০ এমএএইচ বা এমনকি ৬০০০ এমএএইচ ব্যাটারি দেয়, তাহলে আমি আমার টুইটার অ্যাকাউন্ট ডিলিট করে দেব। পাঁচটি সোর্সের উপর ভিত্তি করে আমি বলতে পারি যে, এই মডেলে সর্বোচ্চ ৫৫০০ এমএএইচ ব্যাটারি থাকবে।”
টিপস্টার জানিয়েছেন, আমেরিকার স্মার্টফোন বাজার চীনের বাজারের থেকে উল্টো। চীনে যেখানে ব্যাটারি ক্যাপাসিটিকে বিবেচনা করা হয়, তেমনি আমেরিকায় লেটেস্ট ফিচার সহ কোয়ালিটি হার্ডওয়্যারের দিকে ছোটে ক্রেতারা। তাই স্যামসাং হয়তো সিলিকন কার্বন ব্যাটারি টেকনোলজি ব্যবহার করে ব্যাকআপ বাড়ানোর চেষ্টা করবে, তবে ব্যাটারি ক্যাপাসিটি খুব বেশি বাড়াবে না।
এদিকে স্যামসাং এখন স্লিম ফোন বাজারে আনতে কাজ করছে বলে টিপস্টার বলেছেন। সংস্থাটি ইতিমধ্যেই গতবছর স্লিম ডিজাইন সহ স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড এসই লঞ্চ করেছে এবং এই বছর গ্যালাক্সি এস২৬ এজ আনতে চলেছে।