মোবাইল

অসাধারণ ক্যামেরার সঙ্গে আসছে Nothing Phone 3a, লঞ্চের আগে ডিজাইন প্রকাশ হল

Published on:

Nothing Phone 3a design officially revealed ahead of match 4 launch

Nothing Phone (3a) সিরিজ ৪ই মার্চ ভারত সহ বিশ্বব্যাপী লঞ্চ হতে চলেছে। এই লাইনআপে দুটি স্মার্টফোন আসবে বলে নিশ্চিত করতে পারি আমরা। বেস মডেল Nothing Phone 3a ও আরও প্রিমিয়াম Nothing Phone 3a Pro। দ্বিতীয় ফোনটির ডিজাইন ইতিমধ্যেই প্রকাশ করেছে সংস্থা। এবার বেস মডেলের ছবিও অফিসিয়ালি প্রকাশ করল নাথিং। এতেও সীমিত পরিমাণে সংস্থার সিগনেচার গ্লিফ ইন্টারফেস রয়েছে।

Nothing Phone 3a: ডিজাইন

নাথিং এক্স (সাবেক টুইটার) এবং ফ্লিপকার্টের মাইক্রোসাইটে নাথিং ফোন ৩এ-র টিজার ইমেজ প্রকাশ করেছে। ছবিতে ফোনটির পিছনের ডিজাইন দৃশ্যমান, যেখানে একটি পিল-আকৃতির ক্যামেরা মডিউলের মধ্যে তিনটি সেন্সর রয়েছে। ক্যামেরা সেন্সরগুলিকে ঘিরে তিনটি গ্লাইফ লাইট আছে যা একটি বৃত্তাকার নকশায় তৈরি। ডিভাইসটির সাদা রঙে দেখা যাচ্ছে, তবে কালো রঙেও উপলব্ধ হবে বলে আশা করা হচ্ছে।

Nothing Phone 3a: স্পেসিফিকেশন

নাথিং ফোন ৩এ ১২০ একটি ৬.৭২ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লের সঙ্গে আসবে বলে আশা করা হচ্ছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও ফুল-এইচডি+ রেজোলিউশন অফার করবে। ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭এস জেন ৩ প্রসেসর ব্যবহার হতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য থাকবে ৫,০০০ এমএএইচ ব্যাটারি, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করবে। জল ও ধুলো থেকে প্রতিরোধের জন্য মিলবে আইপি রেটিং।

ফটোগ্রাফির দিক থেকে নাথিং একাধিক আপগ্রেড যুক্ত করতে চলেছে। ফোনটির পিছনের প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে, যা ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ২x অপটিক্যাল জুম সহ একটি ৫০ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স ও ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড সেন্সর অঅফার করতে পারে। আর সেলফির জন্য, ৩২ মেগাপিক্সেলের সিঙ্গল ক্যামেরা উপস্থিত থাকবে।