রংয়ের উৎসব হোলি উপলক্ষে নানা অফার নিয়ে হাজির হয়েছে স্মার্টফোন ব্র্যান্ডগুলি। এরকমই একটি আকর্ষণীয় অফার এনেছে স্যামসাং। কোম্পানির অন্যতম প্রিমিয়াম ও ফ্ল্যাগশিপ স্মার্টফোনে রয়েছে বিরাট ছাড়। যার দরুন মাত্র ২২ হাজার টাকায় পেতে পারেন Samsung Galaxy S24 Plus স্মার্টফোনের ২৫৬ জিবি ভ্যারিয়েন্ট। আসুন দেখে নেওয়া যাক ঠিক কত টাকা ছাড় এবং কত দামে এটি কেনা যাবে।
Samsung Galaxy S24 Plus : অফার ও ছাড়
ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্ট উল্লেখযোগ্য ছাড় দিচ্ছে ক্রেতাদের। এই ফোনের আসল দাম ৯৯,৯৯৯ টাকা। তবে হোলি উপলক্ষে ৪৩% ছাড় রয়েছে। ফলে এখন স্যামসাং গ্যালাক্সি এস২৪ প্লাস এর দাম ৫৬,৯৯৯ টাকা। তবে অফার এখানেই শেষ নয়। আরও বেশ কিছু টাকা সাশ্রয় করার সুযোগ রয়েছে। Flipkart Axis Bank ক্রেডিট কার্ড ব্যবহার করে কিনলে ৫ শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাবে। এছাড়াও, যদি আপনি IDFC Bank কার্ড ব্যবহার করেন, তাহলে ৭৫০ টাকা পর্যন্ত সাশ্রয় করতে পারবেন। ৯,৫০০ টাকা থেকে শুরু EMI অফার।
এছাড়াও, ৫২,২৫০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস রয়েছে। অর্থাৎ পুরনো ফোনের অবস্থা যদি ভালো হয় এবং সেটি এক্সচেঞ্জ করে যদি ৩৫ হাজার টাকা ছাড় পান, তাহলে মাত্র ২২ হাজার টাকা কিনে ফেলতে পারবেন Galaxy S24 Plus স্মার্টফোন।
Samsung Galaxy S24 Plus এর স্পেসিফিকেশন ও ফিচার
এতে রয়েছে ৬.৭ ইঞ্চি ডায়নামিক LTPO AMOLED ডিসপ্লে এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট। অপারেটিং সিস্টেম রয়েছে অ্যান্ড্রয়েড ১৪। পারফরম্যান্সের জন্য পাবেন শক্তিশালী স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপসেট, যা ১২ জিবি পর্যন্ত RAM এবং ৫১২ জিবি স্টোরেজ সাপোর্ট করে।
ফটোগ্রাফির জন্য রয়েছে ৫০ + ১০ + ১২ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। সেলফির জন্য মিলবে ১২ মেগাপিক্সেল ক্যামেরা। এতে ব্যাটারি ক্যাপাসিটি রয়েছে ৪৯০০mAh এবং এটি আইপি৬৮ রেটিং প্রাপ্ত।