হরিয়ানার সংস্থা জেলিও ইবাইকস (Zelio Ebikes) কিশোর-কিশোরীদের লক্ষ্য করে একটি মজাদার দেখতে ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছে। কোম্পানির নতুন মডেলটির নাম লিটল গ্রেসি (Little Gracy)। এটি ১০ থেকে ১৮ বছর বয়সীদের জন্য ডিজাইন করা একটি কম গতির নন-RTO ইলেকট্রিক টু-হুইলার, যা ড্রাইভিং লাইসেন্স ছাড়াই ব্যবহার করা যাবে। আর সবথেকে আকর্ষণীয় বিষয় হল ৫০,০০০ টাকার কমে মডেলটি বিক্রি করছে জেলিও ইবাইকস।
Zelio Little Gracy: দাম, ব্যাটারি, রেঞ্জ, চার্জিং
লিটল গ্রেসি ইলেকট্রিক স্কুটারের দাম ৪৯,৫০০ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু হচ্ছে। এটি তিনটি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে, যা বিভিন্ন ব্যাটারি কনফিগারেশন অফার করে। ৪৮ ভোল্ট/৩২ অ্যাম্পিয়ার আওয়ার ক্ষমতার লিড-অ্যাসিড ব্যাটারি যুক্ত এন্ট্রি-লেভেল মডেল ফুল ৭-৮ ঘন্টা চার্জ দিলে ৫৫-৬০ কিমি রেঞ্জ প্রদান করে।
৫২,০০০ টাকা মূল্যের ৬০ ভোল্ট/৩২ অ্যাম্পিয়ার আওয়ার লিড-অ্যাসিড ব্যাটারির মিড-টায়ার ভার্সন ৭০ কিমি পর্যন্ত রেঞ্জ অফার করে। চার্জিং টাইম ৭ থেকে ৯ ঘন্টা। অন্যদিকে, ৬০ ভোল্ট/৩০ অ্যাম্পিয়ার আওয়ার লিথিয়াম আয়ন ব্যাটারি মডেলটি ৮-৯ ঘন্টা চার্জ করলে ৭০-৭৫ কিলোমিটার রেঞ্জ পাওয়া যাবে। টপ মডেলটির দাম ৫৮,০০০ টাকা (এক্স-শোরুম)।
লিটল গ্রেসির সমস্ত ভেরিয়েন্টে একটি বিএলডিসি মোটর রয়েছে, যা প্রতি ঘন্টায় সর্বোচ্চ ২৫ কিলোমিটার গতি তুলতে সক্ষম। স্কুটারটির ওজন ৮০ কেজি এবং এটি ১৫০ কেজি ওজন বহন করার ক্ষমতা রাখে। কোম্পানির দাবি, ব্যাটারি সম্পূর্ণ চার্জ করতে মাত্র ১.৫ ইউনিট বিদ্যুৎ খরচ হবে।
Zelio Little Gracy: ফিচার্স ও কালার
এই ইলেকট্রিক স্কুটারে একটি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ইউএসবি চার্জিং পোর্ট, কীলেস ড্রাইভিং, রিভার্স গিয়ার, পার্কিং সুইচ এবং একটি অ্যান্টি-থেফ্ট অ্যালার্ম রয়েছে। হাইড্রোলিক সাসপেনশন সহ উভয় প্রান্তে ড্রাম ব্রেক উপলব্ধ। স্কুটারটি চারটি রঙের বিকল্পে পাওয়া যাচ্ছে: গোলাপী, বাদামী/ক্রিম, সাদা/নীল এবং হলুদ/সবুজ।