মোবাইল

৫০ হাজার টাকা ছাড়ে Samsung Galaxy S25 Ultra ফোন, অফার হাতছাড়া করলে পস্তাবেন

Published on:

Amazon sale get Samsung Galaxy S25 Ultra at just rs 80000 after 50000 rupees discount offer

অঙ্কিতা মন্ডল, কলকাতা: Samsung Galaxy S25 Ultra স্মার্টফোনটি যেসব ফিচার্স নিয়ে হাজির হয়েছে, তা দেখে নিজেকে থামিয়ে রাখতে পারছেন না গ্যাজেট-প্রেমীরা। কিন্তু, উচ্চ দামের কারণে সেই ইচ্ছা এখনও অধরা। তবে এখন লোভনীয় অফারের কারণে ১,২৯,৯৯৯ টাকার Galaxy S25 Ultra পাওয়া যাবে ৮০ হাজার টাকায়। ব্যাঙ্ক অফার ও এক্সচেঞ্জ বোনসের সম্মিলিত অফারে কম দামে কেনা যাবে এই প্রিমিয়াম স্মার্টফোন।

Samsung Galaxy S25 Ultra এর সাথে কী অফার রয়েছে

ক্রেতারা HDFC ব্যাঙ্কের তরফে ১১ হাজার টাকার ফ্ল্যাট ডিসকাউন্ট পাবেন। পাশাপাশি ট্রেড-ইন বা পুরনো ফোন বিনিময় করে মোটা টাকা ছাড় পেতে পারেন। Samsung Galaxy S25 Ultra বর্তমানে Amazon-এ ১,২৯,৯৯৯ টাকায় তালিকাভুক্ত। তবে HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করলে ১১,০০০ টাকা ছাড় রয়েছে। যার ফলে দাম কমে ১,১৮,৯৯৯ টাকায় নেমে আসবে।

সদ্য লঞ্চ হওয়া স্মার্টফোনের জন্য এটি বেশ ভালো একটি অফার। কিন্তু এখানেই সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল – Amazon একটি এক্সচেঞ্জ বোনাসও এনেছে, যেখানে পুরানো ফোন বদলে ৬৪,০০০ টাকা পর্যন্ত সাশ্রয় করা যাবে, তবে এই ছাড় আপনার পুরনো ফোনের অবস্থার উপর নির্ভর করবে।

উদাহরণস্বরূপ, যদি আপনার একটি আইফোন থাকে এবং আপনি অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহার করতে চান, তাহলে তিন বছর পুরনো আইফোন ১৩ প্রো বিনিময় করলে আপনি অতিরিক্ত ৪৩,১০০ টাকা ছাড় পেতে পারেন, যার ফলে দাম কমে মাত্র ৭৫,৮৯৯ টাকায় নেমে আসবে।

এছাড়াও, যদি আপনার একটি পুরানো Galaxy S22 Ultra থাকে এবং আপনি লেটেস্ট আল্ট্রাতে আপগ্রেড করতে ইচ্ছুক হন, তাহলে এস২২ আল্ট্রা আপনাকে অতিরিক্ত ৩৩,২০০ টাকা ছাড় দিতে পারে, যার ফলে এস২৫ আল্ট্রার দাম কমে ৮৫,৭৯৯ টাকা হবে। এক্সচেঞ্জের সঠিক মূল্য পুরনো ডিভাইসের এবং বাজার মূল্যের উপর নির্ভর করবে। এরজন্য Amazon-এ যান, Galaxy S25 Ultra-এর জন্য আপনার পছন্দের রঙটি বেছে নিন এবং আপনার ডিভাইসের এক্সচেঞ্জ অফারটি যাচাই করুন।