পড়লেও ভাঙবে না, Samsung Galaxy XCover7 Pro মজবুত বিল্ড কোয়ালিটি ও দুর্ধর্ষ ফিচার সহ লঞ্চ হল

Samsung আজ তাদের নতুন রাগড স্মার্টফোন Galaxy XCover7 Pro লঞ্চ করল। এই সিরিজের অধীনে দক্ষিণ কোরিয়ার সংস্থাটি এমন স্মার্টফোন আনে যা চরম পরিবেশেও দুর্দান্ত পারফরম্যান্স দেয়। আবার ধুলো, জল কিংবা হঠাৎ হাত থেকে পড়ে গেলেও ডিভাইসগুলি ক্ষতিগ্রস্ত হয় না। নয়া Samsung Galaxy XCover7 Pro এর ব্যতিক্রম হবে না। এতে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্লাস, স্ন্যাপড্রাগন ৭ সিরিজের প্রসেসর ও ৫০ মেগাপিক্সেল ক্যামেরা আছে।

Samsung Galaxy XCover7 Pro এর দাম ও উপলব্ধতা

স্যামসাং গ্যালাক্সি এক্সকভার ৭ প্রো এর ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৬০৯ ইউরো (প্রায় ৫৯,২০০ টাকা)। আগামী ২৮ এপ্রিল ২০২৫ থেকে ইউরোপীয় বাজারে ফোনটির সেল শুরু হবে। আর ৮ মে ২০২৫ থেকে এটি আমেরিকাতেও পাওয়া যাবে।

Samsung Galaxy XCover7 Pro এর স্পেসিফিকেশন ও ফিচার

স্যামসাং গ্যালাক্সি এক্সকভার ৭ প্রো ফোনে আছে ৬.৬ ইঞ্চি ফুল এইচডি+ এলসিডি ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই ডিসপ্লে গ্লাভস মোড ও ওয়েট টাচ সাপোর্ট সহ এসেছে, ফলে গ্লাভস পরে বা ভেজা হাতেও‌ ডিভাইসটি ব্যবহার করা যাবে। ডিসপ্লের সুরক্ষার জন্য ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্লাস। পারফরম্যান্সের জন্য এই ডিভাইসে দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগন ৭এস জেন ৩ চিপসেট।

স্যামসাং গ্যালাক্সি এক্সকভার ৭ প্রো ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজের সাথে এসেছে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ ২ টিবি পর্যন্ত বাড়ানো যাবে। ফোনটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক স্যামসাং ওয়ান ইউআই ৭ কাস্টম স্কিনে চলবে। এদিকে ফোনটি কঠিন পরিস্থিতিতেও ভালো পারফরম্যান্স দেবে, কারণ এটি IP68 ও MIL-STD-810H6 সার্টিফিকেশন প্রাপ্ত।

পাওয়ার ব্যাকআপের জন্য Samsung Galaxy XCover7 Pro স্মার্টফোনে দেওয়া হয়েছে ৪৩৫০ এমএএইচ রিপ্লেসেবল ব্যাটারি, যা ইউএসবি টাইপ-সি এবং POGO চার্জিং ইন্টারফেস সাপোর্ট করে। ফটোগ্রাফির জন্য এর পিছনে পাওয়া যাবে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা। আবার সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য সামনে ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।