CSK এর বিরুদ্ধে প্রথম বলেই উইকেট মোহম্মদ শামীর, ভাইরাল SRH দলের মালকিনের রিয়্যাকশন

আইপিএল ২০২৫-এর গুরুত্বপূর্ণ ম্যাচে আজ চেন্নাই সুপার কিংসকে (CSK) ৫ উইকেটে হারিয়ে দিল সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH)। দলের জয়ের পাশাপাশি সমর্থকরা দলের মালকিন কাভ্য মারানের (Kavya Maran) রিয়্যাকশন আজ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছেন। চেন্নাইয়ের ব্যাটিংয়ের সময় ওপেন করতে আসা শেখ রশিদ প্রথম বলে আউট হয়ে যাওয়ার পর কাভ্য উল্লাসে ফেটে পড়েন।শূন্যরানে আউট হওয়ার পর কাভ্যের খুশিতে নেচে ওঠা, এবং তার এই প্রতিক্রিয়া সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়ে যায়।

উল্লেখ্য, চেন্নাই সুপার কিংসের জন্য আজকের ম্যাচ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ টুর্নামেন্টে তাদের অবস্থান যথেষ্ট খারাপ, তারা দশম স্থানে আছে। যদিও হায়দ্রাবাদও খুব ভালো অবস্থানে নেই, তারা আজকের জয়ের পর পয়েন্ট টেবিলের অষ্টম স্থানে উঠে এসেছেন।

আজ হায়দ্রাবাদে অধিনায়ক প্যাট কামিন্স টস জিতে প্রথম বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। সানরাইজার্স হায়দ্রাবাদের প্রথম ওভার করতে আসেন মোহাম্মদ শামী। স্ট্রাইকে ছিলেন চেন্নাইয়ের তরুণ ব্যাটসম্যান শেখ রশিদ, যিনি টুর্নামেন্টে বেশ আক্রমণাত্মক ব্যাটিং করে আসছিলেন।

শামী ওভারের প্রথম বলটি অফ স্টাম্পের দিকে রাখেন, যা বাইরের দিকে চলে যাচ্ছিল। রশিদ সাথে সাথেই ব্যাট চালান, কিন্তু বলটি তার ব্যাট ছুঁয়ে প্রথম স্লিপে চলে যায় এবং অভিষেক শর্মা তা তালু বন্দি করেন। অর্থাৎ চেন্নাই শুরুতেই ধাক্কা খায়।

এই আউটের পর কাভ্য মারান খুশিতে উচ্ছ্বসিত হয়ে ওঠেন, তার মুখাবয়ব এবং প্রতিক্রিয়া সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ফ্যানেরা কাভ্য মারানের ছবি ও ভিডিও বিভিন্ন ক্যাপশনের সঙ্গে শেয়ার করতে থাকেন।