iQOO Neo 10 Pro+ আগামীকাল আসছে, মাত্র ২৫ মিনিটে ৭০% চার্জ, গেমিংয়ে ১০+ ঘণ্টা ব্যাকআপ

আইকো আগামীকাল অর্থাৎ ২০ মে চীনে লঞ্চ করতে চলেছে iQOO Neo 10 Pro+ স্মার্টফোন। জানা গেছে, এতে ২কে ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর থাকবে। ডিভাইসটি তিনটি রঙে পাওয়া যাবে। আজ আবার iQOO Neo 10 Pro+ এর ব্যাটারি স্পেসিফিকেশন সামনে এসেছে। ফোনটি ৬৮০০ এমএএইচ ব্যাটারি অফার করবে। পাশাপাশি ব্যাটারি পারফরম্যান্স সম্পর্কেও জানা গেছে।
iQOO Neo 10 Pro+ এর ব্যাটারি
রিপোর্ট অনুযায়ী, আইকো নিও ১০ প্রো প্লাস ফোনে থাকবে বিশাল ৬৮০০ এমএএইচ ব্যাটারি, যা ১২০ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করে। কোম্পানির দাবি অনুযায়ী, মাত্র ২৫ মিনিটেই ডিভাইসটি ৭০ শতাংশ পর্যন্ত চার্জ হয়ে যাবে। ফুল চার্জে এটি প্রায় ১০.২ ঘণ্টা মোবাইল গেমিং এবং ১৮.৮ ঘণ্টা শর্ট ভিডিও প্লেব্যাক টাইম দেবে। এছাড়া এতে বাইপাস চার্জিং ফিচার থাকবে, ফলে ফোন বেশি গরম হবে না।
অন্যান্য ফিচার
ডিসপ্লের কথা বললে, আইকো নিও ১০ প্রো প্লাস হবে সিরিজের প্রথম ফোন, যেখানে 2K রেজোলিউশনের Q10 LTPO প্যানেল ব্যবহার করা হবে। ডিসপ্লের সাইজ সব ৬.৮২ ইঞ্চি, যার রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ এবং সর্বোচ্চ ব্রাইটনেস ৪৫০০ নিটস পর্যন্ত হতে পারে। চোখের আরামের জন্য এতে থাকবে সার্কুলার পোলারাইজড আই-কেয়ার লেয়ার।
পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হবে স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট, সঙ্গে থাকবে LPDDR5x র্যাম ও UFS 4.1 স্টোরেজ। গ্রাফিক্সের জন্য এতে পাওয়া যাবে কাস্টম Q2 চিপ। ফোনটির AnTuTu স্কোর ৩,৩১১,৫৫৭, যা একে শক্তিশালী গেমিং স্মার্টফোন হিসেবে তুলে ধরবে।
সিকিউরিটির জন্য থাকবে আল্ট্রাসনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ডিভাইসটি তিনটি রঙে আসবে – ব্ল্যাক, হোয়াইট ও সুপার পিক্সেল।