Jio, BSNL, Airtel নাকি Vi এর নেটওয়ার্ক আপনার এলাকায় ভালো এভাবে চেক করুন

বছরের মাঝামাঝি সময় থেকে জিও, এয়ারটেল এবং ভোডাফোন-আইডিয়া তাদের রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েছে। এই কারণে মোবাইল ব্যবহারকারীদের মাসিক খরচও বেড়েছে। ফলে অনেকেই সিম বদল করে…

how to check network availability of bsnl jio airtel vi network opensignal app nperf website online

বছরের মাঝামাঝি সময় থেকে জিও, এয়ারটেল এবং ভোডাফোন-আইডিয়া তাদের রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েছে। এই কারণে মোবাইল ব্যবহারকারীদের মাসিক খরচও বেড়েছে। ফলে অনেকেই সিম বদল করে BSNL সহ বিভিন্ন অপারেটরের হাত ধরছে। তবে শুধু সস্তা রিচার্জ প্ল্যানের জন্য অপারেটর বাছলে হবে না, বরং আপনার অঞ্চলে কার নেটওয়ার্ক ভালো তাকেই বেছে নেওয়া বুদ্ধিমানের কাজ।

কারণ, ধরুন আপনি যদি Jio বা BSNL এর সিম নিয়ে থাকেন, কিন্তু আপনার এলাকায় Airtel বা Vodafone Idea-র নেটওয়ার্ক ভালো থাকে, তাহলে আপনার ইন্টারনেট ঠিকমতো কাজ করবে না। এছাড়াও কল ও মেসেজিংয়েও সমস্যা হবে। তাই আপনার Airtel ও Vi এর সিম নেওয়াই উচিত।

আরও পড়ুন : প্রচুর বুট স্পেস, চলে আসবে গোটা ফ্যামিলি, ইলেকট্রিক স্কুটারের মার্কেট কাঁপাবে এই স্কুটি

তবে এখন প্রশ্ন, সিম নেওয়ার আগে কীভাবে জানবেন আপনার এলাকায় কোন মোবাইল নেটওয়ার্ক ভালো? আসুন এই প্রশ্নের উত্তর খুঁজি আজকের প্রতিবেদনে।

এভাবে জানুন আপনার এলাকায় Jio, Airtel, Vi নাকি BSNL এর নেটওয়ার্ক ভালো

জিও, এয়ারটেল, ভোডাফোন-আইডিয়া সিম কার্ড ব্যবহারকারীরা nperf ও Open Signal এর মাধ্যমে অনলাইনে নিজের এলাকায় মোবাইল নেটওয়ার্ক কার ভালো চেক করতে পারবেন। এর পরে, আপনি যার নেটওয়ার্ক ভালো সেই সংস্থার সিম কার্ড নিতে পারেন।

আরও পড়ুন : রিচার্জের জন্য Phonepe, Gpay কে চার্জে কেন দেবেন? বিনামূল্যে রিচার্জ করুন BHIM অ্যাপ থেকে

জানিয়ে রাখি, Open Signal একটি মোবাইল অ্যাপ। আর nperf একটি ওয়েবসাইট, যার সাহায্যে আপনি 2জি, 3জি, 4জি এবং 5জি নেটওয়ার্ক চেক করতে পারবেন। ওপেন সিগন্যাল অ্যাপটি অ্যান্ড্রয়েড এবং আইওএস উভয় মোবাইল ব্যবহারকারীদের জন্য উপলব্ধ।

আপনার এলাকার নেটওয়ার্ক কভারেজ কীভাবে চেক করবেন

nperf একটি গ্লোবাল ওয়েবসাইট। এই ওয়েবসাইটটি অনলাইনে দেশের সমস্ত মোবাইল নেটওয়ার্কের কভারেজের উপলব্ধতা দেখায়। সবচেয়ে ভালো ব্যাপার হল ওয়েবসাইটটি সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করা যায়।

  1. এনপারফ ওয়েবসাইট থেকে নেটওয়ার্ক কভারেজ কীভাবে চেক করবেন
  2. প্রথমে nperf.com ওয়েবসাইটে যান।
  3. তারপর উপরে মাই অ্যাকাউন্ট অপশনে বিস্তারিত লিখে প্রোফাইল তৈরি করুন।
  4. এবার এনপারফ ওয়েবসাইটে একটি ড্যাশবোর্ড দেখতে পাবেন, এখানে Maps-এ ক্লিক করুন।
  5. এরপর দেশ ও মোবাইল নেটওয়ার্ক অপশন সিলেক্ট করুন।
  6. এর পরে, অবস্থান বা শহর নির্বাচন করে দেখুন আপনার এলাকায় কার নেটওয়ার্ক ভালো।

এভাবে আপনার এলাকায় জিও, এয়ারটেল, ভিআই নাকি বিএসএনএল এর নেটওয়ার্ক কভারেজ ভালো চেক করতে পারবেন।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন