রেডমি ফোনে প্রথমবার, Redmi K90 Pro আসছে পেরিস্কোপ ক্যামেরা ও স্ন্যাপড্রাগন ৮ এলিট ২ প্রসেসরের সাথে

শাওমি এবং তার সাব-ব্র্যান্ড রেডমি বাজারে নতুন স্মার্টফোন আনতে চলেছে। সবকিছু ঠিকঠাক থাকলে, আগামী সেপ্টেম্বরে লঞ্চ হতে পারে Xiaomi 16 সিরিজ, আর Redmi K90 এবং K90 Pro মডেল দুটি অক্টোবর মাসে বাজারে পা রাখতে পারে। আজ আবার চীনের জনপ্রিয় টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন উইবোতে একটি পোস্ট করে Redmi K90 Pro নিয়ে বেশ কিছু চমকপ্রদ তথ্য সামনে এনেছেন। তিনি এর প্রসেসর সহ ক্যামেরা ফিচার সম্পর্কিত তথ্য ফাঁস করেছেন।
Redmi K90 Pro ফোনে প্রথমবার দেখা যাবে পেরিস্কোপ ক্যামেরা
টিপস্টারের দাবি অনুযায়ী, রেডমি কে৯০ প্রো ফোনে আগের মডেলের তুলনায় বড়সড় আপগ্রেড দেখা যাবে। এটি চলবে স্ন্যাপড্রাগন ৮ এলিট ২ প্রসেসরে, যার কোডনেম SM8850। আর এই সিরিজে প্রথমবার থাকবে পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা। আগের বছর রেডমি কে৮০ প্রো মডেলে ছিল শুধুই সাধারণ টেলিফটো লেন্স, কিন্তু এবার রেডমি একটা ধাপ এগিয়ে গেছে।
থাকবে আল্ট্রাসনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর
ডিজাইনের দিক থেকেও রেডমি কে৯০ প্রো যথেষ্ট প্রিমিয়াম লুক পেতে চলেছে। টিপস্টার জানিয়েছেন, এতে থাকবে মেটাল ফ্রেম, সিমেট্রিক্যাল ডুয়েল স্পিকার, 3D আল্ট্রাসনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং বড় এক্স-অ্যাক্সিস লিনিয়ার মোটর।
ক্যামেরা ও ডিসপ্লে
টিপস্টার জানিয়েছেন, এই ফোনে থাকবে ৫০-মেগাপিক্সেলের অমনিভিশন OV50Q পেরিস্কোপ লেন্স, যার সেন্সর সাইজ ১/১.৩ ইঞ্চি। এটুকু শুনেই বোঝা যায়, লং-ডিস্ট্যান্স জুম এবং ডিটেইল ক্যাপচারে ফোনটি বেশ দক্ষ হবে। Redmi K90 Pro ডিভাইসের সামনে দেখা যাবে ৬.৫৯-ইঞ্চি আরজিবি ওএলইডি এলটিপিএস ফ্লাট ডিসপ্লে, যার রেজোলিউশন হবে 2K এবং রিফ্রেশ রেট ১২০ হার্টজ।
Redmi K90 Pro কেবল চীনে পাওয়া যাবে
রেডমির ফোনটি আপাতত শুধু চীনের বাজারেই সীমাবদ্ধ থাকতে পারে। তবে গ্লোবাল মার্কেটে এটির রিব্র্যান্ডেড ভার্সন হিসেবে লঞ্চ হতে পারে Poco F8 Ultra। যদিও এই বিষয়ে নিশ্চিত করে এখনও কিছু জানা যায়নি।