সস্তায় Redmi 13 থেকে iPhone 16e, দশ মিনিটে ডেলিভারি, শীঘ্রই শেষ হচ্ছে Swiggy Instamart এর সেল

জনপ্রিয় ফুড ডেলিভারি অ্যাপ Swiggy এর কুইক কমার্স শাখা Instamart ভারতে দ্রুত ডেলিভারি পরিষেবাগুলির মধ্যে অন্যতম। প্ল্যাটফর্মটি এখন এই উৎসবের মরসুমে তাদের ‘Instamart’s Quick India Movement (QIM) Sale’ নিয়ে হাজির হয়েছে। নতুন এই সেলে কিছু জনপ্রিয় স্মার্টফোনের ওপর আকর্ষণীয় ডিল অফার করা হচ্ছে। আর এই ফোনগুলি মাত্র ১০ মিনিটের মধ্যেই ক্রেতাদের কাছে পৌঁছে দেবে সুইগি ইনস্টামার্ট।
‘Instamart’s Quick India Movement: থাকছে একাধিক স্মার্টফোনের ওপর বিশেষ ছাড়
ইনস্টামার্ট কুইক ইন্ডিয়া মুভমেন্ট সেলটি আগামী ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। সেল চলাকালীন গ্রাহকরা তাদের কেনাকাটার ওপর ছাড় এবং অন্যান্য সুবিধা পেয়ে যাবেন। বাজেট-ফ্রেন্ডলি অপশন থেকে শুরু করে প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ডিভাইস, এই প্ল্যাটফর্মে উপলব্ধ পাঁচটি সেরা স্মার্টফোনের তালিকা দেওয়া হল।
১. Redmi 13 – ১০,৯৯৯ টাকায় উপলব্ধ
এই স্মার্টফোনে ১০৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ৫,০৩০ এমএএইচ ব্যাটারি এবং ১২৮ জিবি ইনবিল্ট স্টোরেজ রয়েছে। এতে আকর্ষণীয় ডিজাইন এবং প্রচুর স্টোরেজ পাওয়া যাবে, যা এটিকে উৎসবের মরশুমে সেলফি এবং ভিডিও তোলার জন্য একটি উপযুক্ত বিকল্প করে তুলবে।
২. Poco C71- ৬,২৯৯ টাকায় মিলবে
এই বাজেট রেঞ্জের পোকো ফোনটির প্রধান আকর্ষণ হল ৩২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। এর সাথে রয়েছে বড় ৫,২০০ এমএএইচ ব্যাটারি এবং ইন-বিল্ট ৬৪ জিবি স্টোরেজ। শিক্ষার্থী এবং সাধারণ ব্যবহারকারীদের জন্য Poco C71 একটি দুর্দান্ত বিকল্প।
৩. Realme 14x এর মূল্য ১২,৯৯৯ টাকা
Realme 14x হ্যান্ডসেটে ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ৬,০০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি এবং ১২৮ জিবি স্টোরেজ পাওয়া যাবে। এই ডিভাইসটি পারফরম্যান্স-কেন্দ্রিক ইউজারদের জন্য ডিজাইন করা হয়েছে, যার বিশাল ব্যাটারি ক্ষমতা এবং মসৃণ মাল্টিটাস্কিং ক্ষমতা রয়েছে।
৪. iPhone 16e পাওয়া যাচ্ছে ৫৪,৯০০ টাকায়
Apple iPhone 16e হল তুলনামূলক কম মূল্যে একটি প্রিমিয়াম মডেল। এতে রয়েছে ৪৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ৬.১ ইঞ্চির ডিসপ্লে এবং ১২৮ জিবি ইন-বিল্ট স্টোরেজ। অ্যাপল প্রোডাক্ট অনুরাগীরা এই সেলে অত্যন্ত প্রতিযোগিতামূলক মূল্যে হ্যান্ডসেটটি কিনতে পারবেন। ভালো ক্যামেরা, উজ্জ্বল ডিসপ্লে এবং মসৃণ ডিজাইনের সাথে, এই আইওএস (iOS)-চালিত ডিভাইসটি পারফরম্যান্স এবং প্রিমিয়াম স্টাইল খুঁজছেন এমন ক্রেতাদের জন্য উপযুক্ত।
৫. Redmi 14C এর দাম ৮,৯৯৯ টাকা
এই বাজেট স্মার্টফোনে ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ৫,১৬০ এমএএইচ ব্যাটারি এবং ৬৪ জিবি স্টোরেজ মিলবে। ডিভাইসটি সাশ্রয়ী মূল্যে স্টাইলিশ ডিজাইন অফার করার পাশাপাশি শক্তিশালী পারফরম্যান্স এবং দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফ প্রদান করে। স্টারলাইট ব্লু কালার অপশনে উপলব্ধ Redmi 14C একটি দুর্দান্ত ভ্যালু-ফর-মানি স্মার্টফোন।