স্যামসাং কে টেক্কা দিতে সস্তায় ফোল্ডিং ফোন আনছে Xiaomi

Avatar

Published on:

গতকালই আমরা জানিয়েছিলাম যে অ্যাপল ফোল্ডিং ফোন নিয়ে আসতে পারে। এবার চীনা স্মার্টফোন কোম্পানি Xiaomi বাজারে চাহিদা দেখে ফোল্ডিং ফোন নিয়ে আসছে বলে খবর সামনে এসেছে। প্রসঙ্গত ২০১৮ সালে Royole নামে এক চাইনিজ কোম্পানি প্রথম ফোল্ডেবল ফোন লঞ্চ করে। এরপরে বছরই নিজের প্রথম ফোল্ডিং ফোন আনে স্যামসাং। ইতিমধ্যেই হুয়াওয়ে ও মটোরোলা ও বাজারে ফোল্ডিং ফোন নিয়ে এসেছে। এই সবকটি ফোনই জনপ্রিয়তা পেয়েছি।

তবে এই ফোনগুলির দাম অনেক বেশি। যেমন স্যামসাংয়ের ফোল্ডিং ফোন কিনতে আপনাকে ১ লাখ ৬৫ হাজার টাকা খরচ করতে হবে। যা সাধারণ মানুষের বাজেটের বাইরে। আর সেকারণেই Xiaomi সস্তায় ফোল্ডিং ফোন আনবে। আমরা সবাই জানি শাওমি মানেই সস্তায় ভালো ফিচারের ফোন। এক্ষেত্রেও তার ব্যতিক্রম হবেনা বলেই মনে করা হচ্ছে।

সম্প্রতি শাওমি একটি ফোল্ডিং ফোনের জন্য পেটেন্ট ফাইল করেছে। যা থেকে স্পষ্ট কোম্পানি ফোল্ডিং ফোনের বাজারে আসতে চাইছে। কোম্পানির তরফে যদিও এই ফোনের লঞ্চ ডেট নিয়ে কিছু জানানো হয়নি। এখন দেখার কত তাড়াতাড়ি এই ফোন বাজারে চলে আসে।

শাওমি গতবছর তাদের কনসেপ্ট ফোন Mi Mix Alpha লঞ্চ করেছিল। এতে ফ্লেক্সিবল ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। যা এই ফোনকে অন্য সমস্ত ফোন থেকে আলাদা করেছে। যদিও কোম্পানি বাজারে এখনও এই ফোনের বিক্রি শুরু করেনি।

সঙ্গে থাকুন ➥