TNR Stella ইলেকট্রিক স্কুটার মাত্র ৫০,০০০ টাকায় লঞ্চ হল, ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন নেই

Avatar

Published on:

রেট্রো স্টাইলের এই স্কুটারকে দূর থেকে দেখলে Vespa বলে আপনিও ভুল করবেন। তবে ডিজাইনের সাদৃশ্য থাকলেও দেশের উদীয়মান ইলেকট্রিক টু-হুইলার ব্র্যান্ড TNR এতে ইন্টারনাল কম্বাশন ইঞ্জিনের পরিবর্তে ইলেকট্রিক মোটর ও ব্যাটারি রেখেছে। সদ্য লঞ্চ হওয়া এই নয়া ইলেকট্রিক স্কুটারের নাম Stella, ইংরেজিতে যার অর্থ স্টার বা তারা।

TNR Stella ইলেকট্রিক স্কুটারের দাম

দেশে পেট্রোল-ডিজেলের দামে লাগাম টানা যখন অসম্ভব হয়ে পড়ছে। সেই প্রেক্ষাপটে TNR Stella ইলেকট্রিক স্কুটারের আবির্ভাব৷ এটির দাম রাখা হয়েছে ৫০,০০০ টাকা (এক্স-শোরুম, দিল্লি)। আবার TNR Stella চালানোর জন্য ড্রাইভিং লাইসেন্স বা গাড়ি রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই৷ ফলে গ্রাহকের খরচ আরও কম হবে।

TNR Stella ব্যাটারি, ও রেঞ্জ

TNR Stella ইলেকট্রিক স্কুটারে ৬০ ভোল্ট ২৮ অ্যাম্পিয়ার আওয়ার ক্যাপাসিটির শক্তিশালী ব্যাটারি প্যাক রয়েছে। যা এক চার্জে একটানা ৭০-৮০ কিমি চলতে পারবে।

TNR Stella ফিচার

TNR Stella ইলেকট্রিক স্কুটারে বাড়তি হিসেবে গ্রাহক পেয়ে যাবেন কীলেস স্টার্টিংয়ের সুবিধা। তা ছাড়া চুরি আটকানোর জন্য রয়েছে অ্যান্টি থেফ্ট এলার্ম। মোবাইল বা অন্যান্য গ্যাজেট চার্জ দেওয়ার জন্য এতে ইউএসবি পোর্ট উপলব্ধ।

সংস্থাটির দাবি, Stella ই-স্কুটারকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে এটি পুরুষ ও মহিলা উভয়ের চালানোর যোগ্য হয়ে ওঠে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

সঙ্গে থাকুন ➥