হাতে আর 1 সপ্তাহ, বহু প্রতীক্ষিত স্মার্টফোন কবে লঞ্চ হবে জানিয়ে দিল Realme

রিয়েলমি গত কয়েক মাস ধরে তাদের ফ্ল্যাগশিপ Realme GT Neo 6 সিরিজের ওপর কাজ করছে। এই লাইনআপে আপাতত স্ট্যান্ডার্ড Realme GT Neo 6 এবং Realme GT Neo 6 SE নামে দুই মডেলের কথা জানা গেছে। এর মধ্যে SE মডেলটি লঞ্চের তোড়জোড় আগেই শুরু করে দিয়েছে ব্র্যান্ড। সেইমতো, রিয়েলমির ভাইস প্রেসিডেন্ট এবং গ্লোবাল মার্কেটিং প্রেসিডেন্ট জু কি, সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে ঘোষণা করেছেন যে, Realme GT Neo 6 SE আগামী সপ্তাহেই রিলিজ হবে।

Realme GT Neo 6 SE-এর স্পেসিফিকেশন (প্রত্যাশিত)

রিয়েলমি জিটি নিও 6 এসই ইতিমধ্যেই সদ্য প্রকাশিত কোয়ালকম স্ন্যাপড্রাগন 7প্লাস জেন 3 চিপসেট সহ আসবে বলে নিশ্চিত করা হয়েছে। এটি 2.8 গিগাহার্টজ ক্লক স্পিডের একটি কর্টেক্স-এক্স4 পারফরম্যান্স কোর, চারটি 2.6 গিগাহার্টজ গতির কর্টেক্স-এ720 মিড-কোর এবং তিনটি 1.9 গিগাহার্টজ কর্টেক্স-এ520 এফিসিয়েন্সি কোর দ্বারা গঠিত। আর গ্রাফিক্সের জন্য, অ্যড্রেনো 732 জিপিইউ রয়েছে। ন্যানোরিভিউ-এর রিপোর্ট অনুযায়ী, স্ন্যাপড্রাগন 7প্লাস জেন 3 আনটুটু 10 (AnTuTu 10) বেঞ্চমার্কিং সাইটে প্রায় 13,67,000 পয়েন্ট অর্জন করেছে। আর গিকবেঞ্চ 6 (Geekbench 6) বেঞ্চমার্কের সিঙ্গেল এবং মাল্টি-কোর টেস্টে যথাক্রমে 1,913 ও 5,098 স্কোর করেছে।

অন্যান্য স্পেসিফিকেশন সম্পর্কে বললে, রিয়েলমি জিটি নিও 6 এসই-তে চীনের ডিসপ্লে প্রস্তুতকারক বিওই (BOE)-নির্মিত নতুন 1.5K 8T LTPO প্যানেল থাকবে, যার ম্যানুয়াল পিক ব্রাইটনেস 1,000 নিট, গ্লোবাল পিক ব্রাইটনেস 1,600 নিট (হাই অ্যাম্বিয়েন্ট লাইটে অ্যাক্টিভেট হবে) এবং উচ্চ আলোকিত অবস্থায় এইচডিআর কন্টেন্ট স্ট্রিম করার মতো নির্দিষ্ট কিছু ক্ষেত্রে স্ক্রিনটি 6,000 নিট লোকাল পিক ব্রাইটনেস লেভেল পর্যন্ত পৌঁছাতে পারবে।

তবে এত উজ্জ্বলতা সত্ত্বেও, Realme GT Neo 6 SE-এর অ্যামোলেড (AMOLED) প্যানেলটি কিন্তু চোখের সুরক্ষার সাথে আপস করে না। ফোনটি 2,160 হার্টজ উচ্চ ফ্রিকোয়েন্সি পিডাব্লিউএম (PWM) ডিমিং এবং ব্লু-লাইট নির্গমন কমাতে হার্ডওয়্যার-লেভেলের সলিউশন দ্বারা সজ্জিত হবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখযোগ্যভাবে, Realme GT Neo 6 SE-এর ফ্রন্ট এবং ব্যাক – উভয় প্যানেলের ডিজাইন ইতিমধ্যেই চীনের টেনা (TENNA) সার্টিফিকেশন প্ল্যাটফর্ম দ্বারা প্রকাশ করা হয়েছে। বর্তমান স্ট্যান্ডার্ড থেকে সরে এসে, এই ফোনটির সামনে এবং পিছনে উভয়ের দিকেই কার্ভড এজ রয়েছে বলে মনে করা হচ্ছে। এর আগে ফাঁস হওয়া একটি ছবি অনুযায়ী, রিয়েলমি সম্ভবত পূর্বসূরি GT Neo 5 SE-তে থাকা 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরাটি বাদ দেবে, ফলে এটি ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ অফার করবে। শীঘ্রই Realme GT Neo 6 SE-এর বিষয়ে আরও তথ্য সামনে আসবে বলে আশা করা যায়।