দেশবাসীর SUV জ্বরের ফায়দা তুলতে প্রস্তুত Hyundai, আনছে ফেসলিফ্ট ও একদম নতুন মডেল

By :  techgup
Update: 2023-05-02 12:21 GMT

নিজেদের বরাবরই ভারতের সবচেয়ে বড় এসইউভি নির্মাতা হিসেবে দাবি করে এসেছে হুন্ডাই মোটর ইন্ডিয়া লিমিটেড (HMIL)। বর্তমানে ভারতের দ্বিতীয় বৃহত্তম গাড়ি নির্মাতা হিসাবে এই দক্ষিণ কোরিয়ার সংস্থার হাতে রয়েছে একাধিক কম্প্যাক্ট এসইউভি। যে তালিকায় আর কয়েক মাসের মধ্যেই আরও দুটি নতুন এসইউভি মডেলের নাম যুক্ত হতে চলেছে। কিছু মাস আগেই তারা লঞ্চ করেছে নিউ জেনারেশনের Tucson। এছাড়াও তাদের জনপ্রিয় মডেল Venue এর ফেসলিফ্ট নিয়ে এসেছে তারা। গাড়ি দুটি তাদের স্পোর্টি ডিজাইন এবং পারফরমেন্সের গুণে ভারতবাসীর থেকে যথেষ্ট সমাদর পেয়েছে।

এমনকি সেডান এবং হ্যাচব্যাকও আপডেট করেছে হুন্ডাই। যেমন ভোল বদলে আত্মপ্রকাশ করেছে নবপ্রজন্মের Verna। এছাড়াও চলতি বছরের শুরুতেই Grand i10 Nios এবং Aura এর ফেসলিফ্ট ভার্সন দেখেছি আমরা। ২০২১ সালে i20 এর N সিরিজের মডেল লঞ্চ করার এক বছরের মাথাতেই গত বছরের সেপ্টেম্বরে হন্ডাই নিয়ে এসেছে N ট্রিমের Venue। এবার ভারতের মাইক্রো এসইউভি মার্কেটেও পদার্পণ করতে চলেছে দক্ষিণ কোরিয়ার গাড়ি নির্মাতা। আগামী কয়েক মাসের মধ্যেই ভারতবাসীর জন্য এই দুটি মডেল উপহার আনছে তারা।

Hyundai Exter

Ai3 কোড নেম এর এই মাইক্রো এসইউভি গাড়িটির আসল নাম প্রকাশ পেয়েছে গত মাসে। Exter মডেলটি কিন্তু Grand i10 Nios এবং Aura তে ব্যবহৃত একই প্লাটফর্ম এর উপর তৈরি করা হয়েছে। চলতি মাসেই আত্মপ্রকাশ করতে পারে এটি। Casper থেকেই অনুপ্রাণিত হয়ে পাঁচ সিটযুক্ত এই গাড়িটির ডিজাইন সম্পন্ন করা হয়েছে।

যদিও Exter এর ডিজাইন কিন্তু একদম ইউনিক গোছের। একদম সামনের দিকে স্প্লিট হেডলাইট সেটআপ, নতুন ধরনের ডিজাইন করা এলইডি ডিআরএল, বাইরের বাতাস প্রবেশ করার চওড়া অংশ, Grand i10 Nios এর মত উঁচু পিলার, পিছনের দিকের নতুন টেলল্যাম্প এবং আকর্ষণীয় ডিজাইনের বডি প্যানেল দেখতে পাওয়া যায়। ইঞ্জিনের বিষয়ে বলতে গেলে হুন্ডাই এক্সটারে ১.২ লিটারের সাধারণ পেট্রোল ইঞ্জিন ব্যবহার করা হয়বে যা থেকে ৮৪ পিএস শক্তি এবং ১১৩ এনএম টর্ক উৎপন্ন হয়। সাথে ৫ ধাপ যুক্ত ম্যানুয়াল এবং অটোমেটিক ট্রান্সমিশন সিস্টেম দেওয়া হবে।

সাধারণ ইঞ্জিন ছাড়াও তিন সিলিন্ডার যুক্ত ১.০ লিটারের টার্বো পেট্রোল ইঞ্জিন অপশন হিসেবে থাকার সম্ভাবনা রয়েছে। এই ইঞ্জিনটি থেকে ১২০ পিএস শক্তি এবং ১৭২ এনএম টর্ক উৎপন্ন হয়। এই গাড়িটি সংস্থার জনপ্রিয় N লাইনের অন্তর্গত ভ্যারিয়েন্ট থাকবে কিনা সেই বিষয়টি এখনও পর্যন্ত স্পষ্ট নয়।

Hyundai Creta Facelift

হুন্ডাই এর অন্যতম সুনাম অর্জন করা এসইউভি মডেল Creta এর ফেসলিফ্ট মডেল আসতে চলেছে এবার। অনেকদিন ধরেই যার জন্য অপেক্ষা করছিল গ্রাহকরা। মনে করা হচ্ছে যে ২০২৪ এর শুরুতেই ভারতের বাজারে পা রাখবে এটি। বর্তমান মডেলটির চেয়ে একাধিক নতুন আপডেট দেখতে পাওয়া যাবে এতে। সবচেয়ে বড় ব্যাপার হল নতুন মডেলে ১৬০ পিএস শক্তির উৎপাদনকারী ১.৫ লিটারের টার্বো পেট্রল ইঞ্জিন সংযুক্ত করা হতে পারে।

Tags:    

Similar News