2022 Honda CB300R: BS6 অবতারে ভারতে প্রত্যাবর্তন করল হোন্ডার এই নেকেড মোটরসাইকেল
গতকাল ইন্ডিয়া বাইক উইক (India Bike Week) এর ২০২১ সংস্করণের উদ্বোধনী দিনে আত্মপ্রকাশ ঘটল Honda CB300R নেকেড মোটরসাইকেলের৷ গত বছরের এপ্রিলে পরিবেশ রক্ষায় বেশি কার্যকর ভারত স্টেজ-৬ (বিএস-৬) দূষণ বিধি চালু হওয়ার Honda CB300R এর নতুন ভার্সন আর বাজারে আসেনি৷ তবে বাইকপ্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে চলতি বছর শেষ হওয়ার আগেই CB300R মডেলটিকে পুনরায় সাজিয়ে সামনে আনল হোন্ডা৷
উল্লেখ্য, Honda CB300R BS6 আনুষ্ঠানিক ভাবে আগামী জানুয়ারিতে লঞ্চ করা হবে৷ দামও প্রকাশ করা হবে সেই সময়৷ নতুন মডেলে বাইকে সবচেয়ে বড় পরিবর্তন হিসেবে যুক্ত হয়েছে কম দূষণ সৃষ্টিকারী BS6 সহায়ক ইঞ্জিন৷ এছাড়া অন্যান্য আপডেটগুলির মধ্যে রয়েছে নয়া ডিজাইনের একজস্ট ক্যানিস্টার, গোল্ডেন আপসাইড ডাউন ফর্ক, এবং অ্যাসিস্ট ও স্লিপার ক্ল্যাচ৷
আগের মডেলের মতোই নতুন Honda CB300R BS6-এ রয়েছে সিলভার বেজেল-সহ গোল হেডল্যাম্প, ক্ষুদ্র রেডিয়েটর কাউল, ফুল এলইডি লাইটিং সেটআপ, ব্লু ব্যাকলিট ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, Showa মনোশক সাসপেনশন, এবং ডিস্ক ব্রেক (দু'দিকে)৷
উল্লেখ্য, হোন্ডা সিবিইর ৩০০আর এর বিএস-৪ ভার্সনের ২৮৬.৬ সিসি লিকুইড কুল্ড ইঞ্জিন থেকে ৩০ বিএইচপি ও ২৭.৪ এনএম আউটপুট পাওয়া যেত। বিএস-৬ ইঞ্জিনেও একই ক্ষমতা থাকবে কিনা, তা জানায়নি হোন্ডা৷ তবে আধুনিক মানের ষষ্ঠ প্রজন্মের বিএস-৬ ইঞ্জিনে দূষণসৃষ্টির পরিমাণ কম করতে গিয়ে নতুন হোন্ডা সিবি৩০০আর এর পাওয়ার এবং টর্কের পরিমাণে কিছুটা পড়তি লক্ষ্য করা যেতে পারে।
হোন্ডা সিবি৩০০আর এর বিএস-৪ মডলের ভারতে সর্বশেষ দাম ছিল ২.৪১ লক্ষ টাকা (এক্স-শোরুম)৷ নতুন বিএস-৪ মডেলের দাম কতটা বাড়বে, এখন সেটাই দেখার৷