গাড়ির মতো বিশাল ইঞ্জিনের সঙ্গে Harley Davidson Fat Bob নতুন রূপে দেশে হাজির
মোটরসাইকেল নিয়ে যারা কিঞ্চিৎ খোঁজখবর সংগ্রহ করেন তাদের কাছে Harley Davidson Fat Bob অতি পরিচিত একটি নাম। এবার হার্লে ডেভিডসনের বিশাল চেহারার এই ক্রুজার বাইকটির নতুন ভার্সন লঞ্চ হয়ে গেল ভারতে। 2023 Fat Bob 114 এর এক্স শোরুম মূল্য শুরু হচ্ছে ২০.৪৯ লাখ টাকা থেকে। আগের মতই এবারেও থাকছে একটি মাত্র ভ্যারিয়েন্ট। রঙের বিকল্প তিনটি। সেই অনুযায়ী দামের কিছুটা হেরফের।
2023 Harley Davidson Fat Bob 114: ইঞ্জিন স্পেসিফিকেশন
আপডেটেড ভার্সনেও ১৮৬৮ সিসির ভি-টুইন ইঞ্জিন চলার মূল শক্তি সরবরাহ করে। এই ইঞ্জিনটি থেকে ৫০২০ আরপিএম গতিতে সর্বোচ্চ ৯২.৫ বিএইচপি শক্তি এবং ৩৫০০ আরপিএম গতিতে সর্বাধিক ১৫৫ এনএম টর্ক উৎপন্ন হয়। ইঞ্জিনের সঙ্গে ছয় ধাপ যুক্ত ম্যানুয়াল গিয়ার বক্স উপলব্ধ রয়েছে। প্রতি লিটার পেট্রোলে বাইকটি প্রায় ১৮.১৮ কিমি চলতে পারে। অর্থাৎ প্রতি ১০০ কিমি রাস্তা পাড়ি দিতে প্রায় সাড়ে পাঁচ লিটার পেট্রোল প্রয়োজন হয়।
2023 Harley Davidson Fat Bob 114: কালার অপশন
আগেই বলা হয়েছে নতুন সংস্করণটি একটি মাত্র ভ্যারিয়েন্ট এবং তিনটি রঙে উপলব্ধ- ভিভিড ব্ল্যাক, রেড লাইন রেড এবং গ্রে হেজ। রং অনুযায়ী ফ্যাট বব ১১৪ এর দাম ভিন্ন। এদের মধ্যে ভিভিড ব্ল্যাক রং এর মডেলটির দাম সবচেয়ে কম- ২০.৪৯ লাখ টাকা (এক্স শোরুম)। অন্যদিকে রেড লাইন রেড এবং গ্রে হেজ রংয়ের জন্য খরচ হবে ২০.৬৮ লাখ টাকা এক্স শোরুম।
শক্তিশালী ইঞ্জিনের পাশাপাশি ক্রুজার বাইকটিতে নতুন ডিজাইনের হেডলাইট, ফুয়েল ট্যাংক এর উপর লাগানো ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, খাঁজ কাটা রিয়ার ফিল্ডার, স্প্লিট সিট সেটআপ, টুইন পড এগজস্ট পাইপ এবং উভয় দিকেই ১৬ ইঞ্চির অ্যালয় হুইল দেখতে পাওয়া যায়।
2023 Harley Davidson Fat Bob 114: হার্ডওয়্যার
হার্লে ডেভিডসন ফ্যাট বব ১১৪ এর নতুন মডেলে সাসপেনশনের দায়িত্ব সামলাতে সামনের দিকে ৪৩ মিমি চওড়া ইউএসডি ফর্ক ও পিছনে মনোশক অ্যাবজর্ভার লাগানো রয়েছে। ব্রেকিং সিস্টেম হিসাবে টুইন ডিস্কের সঙ্গে সামনের চাকায় ফোর পিস্টন ক্যালিপার থাকলেও পিছনের দিকে রয়েছে টু পিস্টন ক্যালিপার। ১৬ ইঞ্চির চাকার সঙ্গে সামনে ও পিছনে যথাক্রমে ১৫০/৮০ এবং ১৮০/৭০ সেকশনের টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে। বাইকটির ফুয়েল ট্যাংকের তেল ধারণ ক্ষমতা ১৩.২ লিটার এবং এর ওজন ৩০৬ কেজি।
2023 Harley Davidson Fat Bob 114: প্রতিযোগী কারা
ভারতের বাজারেই ফ্যাট বব ১১৪ কে সমানে টক্কর দেওয়ার প্রতিদ্বন্দ্বী আছে বেশ কিছু। এদের মধ্যে অন্যতম- Indian Chief Dark Horse, Triumph Rocket 3, Ducati XDiavel এবং BMW R18।