পাহাড়-জঙ্গল দাপিয়ে বেড়ায়, অ্যাডভেঞ্চারের জন্য ভারতে দুর্ধর্ষ বাইক নিয়ে হাজির Harley Davidson
বিশ্বব্যাপী ক্রুজার মোটরসাইকেলের জগতে বিগত কয়েক দশক ধরে আলাদা পরিচিতি তৈরি করতে পেরেছে আমেরিকার বাইক নির্মাতা হার্লে ডেভিডসন (Harley Davidson)। আমাদের দেশের সঙ্গেও দীর্ঘ কয়েক দশকের সম্পর্ক এই সংস্থার। মাঝে কিছু সময় নতুন বা আপডেটেড মডেল চালু বন্ধ থাকলেও, চলতি বছর থেকেই আবারও পূর্ণ উদ্যমে একের পর এক মোটরসাইকেল লঞ্চ করে চলেছে এই সংস্থা। যেমন ক'দিন আগেই 2023 Nightster নিয়ে এসেছে তারা। এবার 2023 Pan America অ্যাডভেঞ্চার বাইক লঞ্চ করল সংস্থাটি।
Harley Davidson Pan America 1250: স্পেশাল এডিশন
এতদিন আমেরিকা স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্ট কিনতে পাওয়া যাচ্ছিল। তবে এই মডেলটির স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্ট বন্ধ করে এবার নতুন একটি স্পেশাল এডিশন চালু করল তারা। এই স্পেশাল এডিশনে অ্যালয় হুইল এবং স্পোক হুইল যুক্ত দুটি আলাদা সংস্করণ দেখতে পাওয়া যাবে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো স্পোক হুইল থাকা সত্ত্বেও এর মধ্যে টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে। এমনকি অ্যালয় হুইলের তুলনায় এই স্পোক হুইলের মডেলটির জন্য অতিরিক্ত ১ লক্ষ টাকা খসাতে হবে আপনাকে।
Harley Davidson Pan America 1250: ইঞ্জিন স্পেসিফিকেশন
2023 Pan America 1250 এর স্পেশাল এডিশনে আগের মতই সমস্ত ফিচার এবং সামগ্রিক ডিজাইন অপরিবর্তিত রাখা হয়েছে। বর্তমানে এর এক্স শোরুম মূল্য শুরু হয়েছে ২৪.৪৯ লাখ টাকা থেকে। বাইকটির অলিন্দে থাকা ১২৫২ সিসির টুইন সিলিন্ডার যুক্ত ইঞ্জিন মূল চালিকা শক্তি যোগায়। এক্ষেত্রে লিকুইড কুলিং প্রযুক্তি দেওয়া হয়েছে। এই ইঞ্জিনটি ৮৭৫০ আরপিএম গতিতে ১৫০.৯ বিএইচপি শক্তি এবং ৬৭৫০ আরপিএম গতিতে ১২৮ এনএম টর্ক উৎপন্ন করার ক্ষমতা রাখে।
Harley Davidson Pan America 1250: ফিচার্স
হার্লে ডেভিডসনের বিশ্বাসযোগ্য এবং শক্তিশালী এই ইঞ্জিন ছাড়াও রাইডারের সুরক্ষার কথা ভেবে লীন সেনসিটিভ ট্রাকশন কন্ট্রোল, কর্নারিং এবিএস, ইলেকট্রনিক্যালি লিংকড ব্রেকিং সিস্টেম, হিল-হোল্ড কন্ট্রোল, ক্রুজ কন্ট্রোল, ইঞ্জিন ব্রেকিং কন্ট্রোল এই সমস্ত সেফটি ফিচার দেওয়া হয়েছে। এছাড়াও সংস্থার তরফে মোট পাঁচ ধরনের রাইডিং মোড ও তিন ধরনের কাস্টমাইজ মোড (নিজের পছন্দমত এডজাষ্ট করা সম্ভব) মিলবে এতে। এর পাশাপাশি এই বাইকে ব্যবহৃত হয়েছে ইলেকট্রনিক্যালি অ্যাডজাস্টেবল সেমি একটিভ সাসপেনশন। অর্থাৎ সামনের দিকের ইউএসডি ফর্ক এবং পিছনের মনোশক অ্যাবজর্ভার এর উচ্চতা রাস্তার অবস্থা অনুযায়ী পরিবর্তন করা যাবে।