পুজোর আগে মাইলেজ বাড়িয়ে নতুন অবতারে হাজির Hero Glamour, প্রতি লিটারে ছুটবে 63 কিমি

Update: 2023-08-25 07:24 GMT

১২৫ সিসি সেগমেন্টের ‘নবাব’ Honda Shine-কে টেক্কা দেওয়ার একমাত্র ক্ষমতাধারী মোটরসাইকেল Glamour-এর নতুন সংস্করণ লঞ্চ করল হিরো মোটোকর্প (Hero MotoCorp)। নয়া ভার্সনটি ডিজাইন, ফিচার এমনকি ইঞ্জিনেও আপডেট পেয়েছে। এটি দুটি ভ্যারিয়েন্টে অফার করা হয়েছে – ডিস্ক ও ড্রাম। এদের মূল্য যথাক্রমে ৮৬,৩৪৮ ও ৮২,৩৪৮ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হয়েছে।

2023 Hero Glamour লঞ্চ হল

স্টাইলিংয়ের দিক থেকে নতুন হিরো গ্ল্যামার তার পূর্বসূরী মডেলের ধারা বজায় রেখেছে। যেমন শ্রাউড সমেত পেশীবহুল ফুয়েল ট্যাঙ্ক এবং একটি সিঙ্গেল পড রিফ্লেক্টর হেডলাইট সেটআপ। সিঙ্গেল পিস গ্র্যাবরেল সহ সিঙ্গেল পিস সিট, এবং দু’চাকায় নতুন ডিজাইনের অ্যালয় হুইল আছে।

সাসপেনশনের দায়িত্ব সামলাতে টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং টুইন রিয়ার স্প্রিং দেওয়া হয়েছে। সামনে ডিস্ক ও পেছনে ড্রাম ব্রেক উপস্থিত। আবার সহজ রাইডিংয়ের জন্য হিরো নতুন গ্ল্যামার-এর সিটের উচ্চতা আগের চাইতে ৮ মিমি কমিয়েছে। আবার যাত্রী বসার জায়গার উচ্চতা ১৭ মিমি নিচু করা হয়েছে। তিনটি নতুন কালার অপশন পেয়েছে বাইকটি – ক্যান্ডি ব্লেজিং রেড, টেকনো ব্লু ব্ল্যাক এবং স্পোর্টস রেড ব্ল্যাক।

১৭০ মিমি গ্রাউন্ড ক্লিয়ারেন্স যুক্ত 2023 Hero Glamour ফিচার হিসেবে ইউএসবি চার্জার এবং ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার পেয়েছে। যেখানে রিয়েল টাইম মাইলেজ ইন্ডিকেটার, ওডোমিটার, ট্রিপমিটার ও লো ফুয়েল ইন্ডিকেটর-এর সুবিধা মিলবে। OBD2 ও E20 বিধি মেনে দেওয়া হয়েছে বাইকটিতে ১২৫ সিসি, সিঙ্গেল সিলিন্ডার, এয়ার কুল্ড ইঞ্জিন দেওয়া হয়েছে। যা থেকে ৭৫০০ আরপিএম গতিতে সর্বোচ্চ ১০.৬ এইচপি শক্তি ও ৬০০০ আরপিএম গতিতে ১০.৬ এনএম টর্ক মিলবে। প্রতি লিটারে ৬৩ কিমি মাইলেজ মিলবে বলে দাবি করা হয়েছে। আবার ফুয়েল এফিশিয়েন্সি বাড়াতে এতে রয়েছে i3S (আইডল স্টপ-স্টার্ট সিস্টেম)।

Tags:    

Similar News