Hero Xtreme নাকি Bajaj Pulsar? 160 সিসির কোন বাইক সেরা, তুলনা দেখে নিজেই বলুন

By :  SUMAN
Update: 2023-06-19 06:46 GMT

নতুন হার্ডওয়্যার ও ফিচার্সের মোড়কে ভারতে সদ্য লঞ্চ হয়েছে Hero Xtreme 160T 4V। প্রতিপক্ষদের তুলনায় পুরনো 2V ভার্সনের জনপ্রিয়তা তেমন একটি ছিল না। তাই নতুন আপডেট সহ হিরো মোটোকর্প (Hero MotoCorp) তাদের এই মোটরসাইকেলটি হাজির করেছে। যার অন্যতম মূল প্রতিদ্বন্দ্বী Bajaj Pulsar N160। এবারে দুটি মডেলের জোরদার টক্কর চলবে। এক্সট্রিম নাকি পালসার? সেরা কে? তুলনা দেখে নিজেই বিচার করে নিন।

2023 Hero Xtreme 160T 4V vs Bajaj Pulsar N160 : ডিজাইন

দর্শনের দিক থেকে উভয় মডেলেই রয়েছে পেশীবহুল ফুয়েল ট্যাঙ্ক এবং আগ্রাসী হেডল্যাম্প। তবে Xtreme 160T 4V-এর ফুয়েল ট্যাঙ্ক, ইঞ্জিন কভার, হেডল্যাম্প এবং সিটে – হিরো বেশকিছু পরিবর্তন ঘটিয়েছে। ফলে আগের চাইতে রোড প্রেজেন্স বৃদ্ধি পেয়েছে। আবার Bajaj Pulsar N160-এর নেকেড ডিজাইনও অসংখ্য বাইকপ্রেমীর হৃদয় হরণ করেছে।

2023 Hero Xtreme 160T 4V vs Bajaj Pulsar N16: ইঞ্জিন স্পেসিফিকেশন

Xtreme 160T 4V-তে ব্যবহার করা হয়েছে একটি ১৬৩.২ সিসি, অয়েল-কুল্ড ইঞ্জিন, যা থেকে ৮,৫০০ আরপিএম গতিতে ১৬.৬৬ বিএইচপি শক্তি এবং ৬,৫০০ আরপিএম গতিতে ১৪.৬ এনএম টর্ক উৎপন্ন হবে। সঙ্গে রয়েছে ৫-স্পিড গিয়ারবক্স। অন্যদিকে Pulsar N160-তে রয়েছে একটি ১৬৪.৮২ সিসি, অয়েল-কুল্ড ইঞ্জিন। এটি থেকে ৮,৭৫০ আরপিএম গতিতে ১৫.৭৮ বিএইচপি এবং ৬,৭৫০ আরপিএম গতিতে ১৪.৬৫ এনএম টর্ক পাওয়া যায়। এটিও ৫-স্পিড ট্রান্সমিশনে উপলব্ধ।

2023 Hero Xtreme 160T 4V vs Bajaj Pulsar N160 : ফিচার্স

ফিচারের প্রসঙ্গে বললে, উভয় মোটরসাইকেলেই উপস্থিত এলইডি লাইটিং। তবে Pulsar N160-র টার্ন ইন্ডিকেটরে হ্যালোজেন ইউনিট রয়েছে। Xtreme 160T 4V-তে দেওয়া হয়েছে ব্লুটুথ কানেক্টিভিটি সহ একটি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। অন্যদিকে Pulsar N160-তে আছে অ্যানালগ ট্যাকোমিটার সমেত একটি সেমি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। এতে ডুয়েল চ্যানেল এবিএস অপশনাল হিসেবে বেছে নেওয়া যায়।

2023 Hero Xtreme 160T 4V vs Bajaj Pulsar N160: দাম

Xtreme 160T 4V-এর দাম ১.১৯ লক্ষ টাকা থেকে শুরু করে ১.৩০ লক্ষ টাকা (এক্স-শোরুম) পর্যন্ত গিয়েছে। যেখানে Pulsar N160-এর মূল্য ১.২৩ লক্ষ টাকা থেকে ১.৩০ লক্ষ টাকা (এক্স-শোরুম) পর্যন্ত রাখা হয়েছে।

Tags:    

Similar News