Bajaj Pulsar F250: নতুন পালসার এফ250 লঞ্চ হবে শীঘ্রই, থাকবে দুর্ধর্ষ ফিচার্স, জানিয়ে দিল বাজাজ

By :  SUMAN
Update: 2024-04-13 12:38 GMT

বাংলা নববর্ষের আগে Pulsar রেঞ্জের পোয়া বারো! একের পর এক এই সিরিজের আপডেটেড মডেল লঞ্চ করে চলেছে বাজাজ (Bajaj)। সম্প্রতি Pulsar N250 নতুন অবতারে বাজারে এসেছে। এবারে সেই পথের পথিক হতে চলেছে তার যমজ ভাই Pulsar F250। সেমি-ফেয়ার্ড এই বাইকের নতুন ভার্সন আনতে চলেছে সংস্থা। বাইকওয়ালের প্রতিবেদন অনুযায়ী, বাজাজ জানিয়েছে যে, আগামী কয়েক মাসের মধ্যেই Pulsar F250-র নয়া ভার্সন লঞ্চ হবে ভারতে।

2024 Bajaj Pulsar F250 ক'মাসের মধ্যে ভারতে লঞ্চ হবে

Pulsar N250-তে প্রথমে আপডেট দেওয়ার কারণ নেকেড স্ট্রিটফাইটার সেগমেন্টে এই মডেলের চাহিদা তুলনামূলক বেশি। এই মডেলটির যাবতীয় পরিবর্তন এবার F250-ও পেতে চলেছে বলে জানিয়েছে বাজাজ। আশা করা হচ্ছে, এতে ফুল ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার থাকবে, যা ব্লুটুথ কানেক্টিভিটি সাপোর্ট করবে।

Pulsar F250-তে অন্যান্য উল্লেখযোগ্য বৈশিষ্ট্যের মধ্যে দেখা মিলবে ট্রাকশন কন্ট্রোল এবং তিনটি এবিএস রাইডিং মোডের, যাদের নাম রেন, রোড ও অফ-রোড। তবে বিষয় হচ্ছে, এই এবিএস যে কোনো মোডে সম্পূর্ণ নিষ্ক্রিয় করে রাখা যাবে না।

হার্ডওয়্যারের প্রসঙ্গে বললে, নতুন Pulsar F250-তে 37 মিমি ইউএসডি ফ্রন্ট ফর্ক এবং পেছনে আগের তুলনায় চওড়া 140 সেকশন টায়ারের দেখা মিলবে। 249 সিসি, সিঙ্গেল সিলিন্ডার, টু-ভাল্ভ, অয়েল-কুল্ড ইঞ্জিনে কোনও আপগ্রেড হওয়ার সম্ভাবনা কম, যা N250-তেও বর্তমান। এটি থেকে 8,750 আরপিএম গতিতে সর্বোচ্চ 24.1 বিএইচপি ক্ষমতা এবং 6,500 আরপিএম গতিতে 21.5 এনএম টর্ক উৎপন্ন হবে। 5-স্পিড গিয়ারবক্স সহ স্লিপ ও অ্যাসিস্ট ক্লাচ মিলবে। Bajaj Pulsar F250-এর প্রতিপক্ষ হিসেবে বাজারে রয়েছে Suzuki Gixxer SF 250।

Tags:    

Similar News