Bajaj Pulsar: মার্চে বড় চমক দেখাবে বাজাজ, লঞ্চ হবে নতুন পালসার, মুগ্ধ করবে ফিচার্স

By :  SUMAN
Update: 2024-02-21 12:06 GMT

ভারতের মোটরসাইকেলের বাজারে নতুন অধ্যায়ের সূচনা করেছিল Bajaj Pulsar। হয়তো ডিজাইনের দিক থেকে এখনকার মডেলগুলির মত ততটা অত্যাধুনিক ছিল না। কিন্তু তা সত্ত্বেও তৎকালীন উঠতি প্রজন্ম ‘পালসার ম্যানিয়া’ জ্বরে আক্রান্ত ছিল। একটিবার বাইকটি চালিয়ে দেখার স্বপ্ন দেখত শয়নে-জাগরণে। সময়ের সাথে আজ জনপ্রিয়তার সংজ্ঞায় বদল এসেছে ঠিকই। কিন্তু মডেলটির ফ্যানবেস এতোটুকু কমেনি।

তবে বেশ কিছুদিন ধরেই বাজাজ পালসার-কে ঘিরে ক্রেতাদের মধ্যে অসন্তোষ জমতে শুরু করেছে। যাদের অভিযোগ পালসার (Pulsar) রেঞ্জে নির্দিষ্ট সময় অন্তর আপডেট দিচ্ছে না বাজাজ অটো (Bajaj Auto)। এবারে সেই বদনাম কাটাতে মাঠে নেমেছে সংস্থা। সম্প্রতি N150, N160, NS160 এবং NS200-এর নতুন ভার্সনের উপর থেকে পর্দা সরিয়েছে বাজাজ। এবার নতুন ফিচার্সের সঙ্গে Pulsar N250-র আপডেটেড মডেল আসছে বলে খবর সামনে এসেছে। এক অটো পোর্টালের দাবি, এটি আগামী মাস অর্থাৎ মার্চে ভারতের বাজারে আত্মপ্রকাশ করবে।

2024 Pulsar N250 আনছে Bajaj

Bajaj Pulsar N250-র নয়া ভার্সনে আপডেট হিসেবে থাকছে নতুন ব্লুটুথ চালিত ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, যা NS200-এও দেওয়া হয়েছে। এছাড়া উল্লেখযোগ্য বৈশিষ্ট্যের মধ্যে থাকছে রিভার্স এলসিডি স্ক্রিন, যা টার্ন বাই টার্ন নেভিগেশন সাপোর্ট করবে। স্মার্টফোনের সঙ্গে কানেক্ট করে নিলে ক্লাস্টারে ভেসে উঠবে কল ও এসএমএস নোটিফিকেশন।

এছাড়া অন্যান্য আপডেট হিসেবে 2024 Pulsar N250 পেতে চলেছে আপসাইড ডাউন ফ্রন্ট ফর্ক। এতে করে বাজারে প্রতিযোগিতায় টিকে থাকা আগের চাইতে সহজ হবে। এগিয়ে চলার শক্তি জোগাতে আগের মতই থাকছে একটি ২৪৯ সিসি সিঙ্গেল সিলিন্ডার অয়েল কুল্ড ইঞ্জিন। এটি থেকে সর্বোচ্চ ২৪.১ বিএইচপি শক্তি এবং ২১.৫ এনএম টর্ক উৎপন্ন হবে। মোটরের সাথে সংযুক্ত ফাইভ স্পিড গিয়ারবক্স এবং স্লিপ ও অ্যাসিস্ট ক্লাচ।

মোটরসাইকেলটির বাকি বৈশিষ্ট্যে বাজাজ হাত লাগাবে না বলেই অনুমান। 2024 Pulsar N250-তে তিনটি নতুন কালার্স স্কিম অফার করতে পারে বাজাজ। দাম আগের থেকে সামান্য বাড়ানো হতে পারে। অন্যদিকে, এই বছর বাজাজ ৪০০ সিসির পালসার লঞ্চ করবে বলে নিশ্চিত করা হয়েছিল। কিন্তু বছরের প্রথম দু’মাস পেরিয়ে গেলেও সেই সম্পর্কিত কোন আপডেট সামনে আসেনি।

Tags:    

Similar News