নতুন Pulsar NS125 কিনতে খরচ কত? অন-রোড প্রাইস জানলে হিসাব হবে সহজ
গত মাসে ধাপে ধাপে বাজাজ (Bajaj) তাদের জনপ্রিয় Pulsar NS রেঞ্জের প্রতিটি বাইকের আপডেট ভার্সন লঞ্চ করেছে। NS200, NS160 এবং N150, N160-এর পাশাপাশি Pulsar NS125 নতুন ফিচার হিসেবে পেয়েছে স্মার্টফোন কানেক্টিভিটি সমৃদ্ধ নতুন ডিজিটাল ডিসপ্লে। একইসাথে বড় পরিবর্তন হিসাবে এসেছে এলইডি ডিআরএল সহ নতুন এলইডি হেডলাইট। সব মিলিয়ে এই মুহূর্তে চর্চায় Pulsar NS125। নয়া সংস্করণ লঞ্চের পর থেকে ক্রেতারা বাইকটির অন-রোড মূল্য জানার জন্য ইন্টারনেটে সার্চ করেছেন। তাই এই প্রতিবেদনে দেশের দশটি বড় শহরে Pulsar NS125-এর আসল দাম দেওয়া হল।
কলকাতা, দিল্লি, মুম্বাই সহ দেশের বিভিন্ন শহরে Pulsar NS125-এর অন-রোড মূল্য
মুম্বাই- 1,24,573 টাকা
বেঙ্গালুরু- 1,34,659 টাকা
দিল্লি- 1,21,426 টাকা
পুনে- 1,24,573 টাকা
নভি মুম্বাই- 1,24,535 টাকা
হায়দ্রাবাদ- 1,25,623 টাকা
আমেদাবাদ- 1,19,327 টাকা
চেন্নাই- 1,23,524 টাকা
কলকাতা- 1,22,425 টাকা
চন্ডিগড়- 1,23,486 টাকা
তালিকা থেকে সহজেই বোঝা যায় বেঙ্গালুরুতে নতুন Pulsar NS125-এর সবচেয়ে বেশি। অন্যদিকে, আমেদাবাদে দাম সর্বনিম্ন। নিয়ম অনুযায়ী এই অন-রোড মূল্যের মধ্যে আরটিও (RTO)এবং বিমা সংক্রান্ত খরচ সংযুক্ত রয়েছে। যদিও স্থানীয় ডিলারশিপে এই দামে সামান্য পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে।
ডিজাইন এবং ফিচারে কিছু পরিবর্তন হলেও Pulsar NS125-এর ইঞ্জিন স্পেসিফিকেশনে কোনওরূপ কাটাছেঁড়া করা হয়নি। একে চালিকা শক্তি সরবরাহ করে 125 সিসির সিঙ্গেল সিলিন্ডার যুক্ত ইঞ্জিন। যা সর্বোচ্চ 11.8 বিএইচপি শক্তি এবং 11 এনএম টর্ক উৎপাদন করতে পারে। সাসপেনশন সেটআপ হিসাবে হিসাবে সামনের চাকায় টেলিস্কোপিক ফর্ক ও পিছনে রয়েছে মনোশক অ্যাবজর্ভার।