টাকা তো জমাচ্ছেন, কিন্তু KTM 250 Duke কিনতে ঠিক খরচ কত? জানুন অন-রোড প্রাইস
সম্প্রতি ভারতের বাজারে লঞ্চ হয়েছে নতুন প্রজন্মের KTM 250 Duke। নয়া অবতারে লুকসের আরও ধারালো হওয়ার পাশাপাশি পারফরম্যান্সেও এসেছে আপগ্রেড। কিন্তু এত পরিবর্তন সত্ত্বেও কেটিএম সবচেয়ে বড় চমক দিয়েছে মোটরসাইকেলটির মূল্য অপরিবর্তিত রেখে। তাই যদি এই স্ট্রিটফাইটার বাইকটি কেনার কথা ভেবে থাকেন, তবে ভারতের দশটি বড় শহরে অন-রোড দাম কত, তা দেখে নিন।
ভারতে KTM 250 Duke-এর অন-রোড প্রাইস
মুম্বাই : 2,79,709 টাকা
বেঙ্গালুরু : 3,01,836 টাকা
দিল্লি : 2,72,539 টাকা
পুণে : 2,79,709 টাকা
নভি মুম্বাই : 2,79,620 টাকা
হায়দ্রাবাদ : 2,82,099 টাকা
আমেদাবাদ : 2,67,759 টাকা
চেন্নাই : 2,72,539 টাকা
কলকাতা : 2,77,319 টাকা
চন্ডিগড় : 2,77,230 টাকা
2024 KTM 250 Duke-এর প্রসঙ্গে বললে, ডিজাইন 1290 Super Duke-এর থেকে অনুপ্রাণিত। ফলে আগের থেকে আরও বেশি আকর্ষণীয় লাগছে দেখতে। এর সাথে লুকসে নয়া মাত্রা যোগ করেছে নতুন কালার অপশন। ফিচারে যোগ হয়েছে রাইড-বাই-ওয়্যার থ্রটেল সিস্টেম এবং কুইক শিফ্টার। এছাড়া রয়েছে ফুল এলইডি লাইটিং, ব্লুটুথ কানেক্টিভিটি সহ ডিজিটাল কনসোল, স্লিপার ক্লাচ এবং ইউএসবি চার্জার।
এগিয়ে চলার শক্তি জোগাতে নতুন ডিউকে দেওয়া হয়েছে 248.7 সিসি, লিকুইড কুল্ড ইঞ্জিন। যা থেকে সর্বোচ্চ 30.57 বিএইচপি ক্ষমতা এবং 25 এনএম টর্ক উৎপন্ন হবে। এছাড়া কেটিএম তাদের এই বাইকে নতুন যন্ত্রাংশ যোগ করেছে, যেগুলি আগের তুলনায় ওজনে হালকা। নতুন অফসেট মোনোশক, সুইংআর্ম এবং ডব্লিউপি সাসপেনশন সেটআপ মিলবে এতে। নতুন ডিউকের ওজন 162.8 কেজি, যা আগের থেকে 8 কেজি কম।