125 সিসির সেরা দেখতে বাইক বললে ভুল হবে না, নতুন KTM Duke 125-র এই 5 তথ্য জানেন

By :  SUMAN
Update: 2023-08-25 17:15 GMT

সম্প্রতি বিশ্ববাজারে KTM 125 Duke-এর নতুন ভার্সন আত্মপ্রকাশ করেছে। আপডেট পাওয়া থেকে বঞ্চিত হয়নি – 250 Duke ও 390 Duke। এগুলির প্রতিটিতে ডিজাইনে পরিবর্তনের সাথে নতুন ফিচার সংযোজন করা হয়েছে। 125 Duke সংস্থার বিক্রিত বর্তমানে সবচেয়ে সস্তার মডেল। একইসাথে এটি বর্তমানে ১২৫ সিসির বেস্ট লুকিং বাইক বললেও ভুল কিছু হবে না। চলুন নতুন 2024 KTM 125 Duke এর পাঁচ তথ্য জেনে নেওয়া যাক।

2024 KTM 125 Duke: ডিজাইন

নয়া 125 Duke-এর ডিজাইনে আমূল পরিবর্তন ঘটানো হয়েছে। এটি এবারে 390 Duke-এর থেকে অনুপ্রাণিত। ভারতের বাজারে বর্তমানে বিক্রিত মডেলটির তুলনায় এর বডিওয়ার্ক আরও বেশি পেশীবহুল। গ্লোবাল ভার্সনে দেওয়া হয়েছে একটি নতুন এলইডি হেডল্যাম্প, বৃহত্তর ট্যাঙ্ক শ্রাউড এবং একটি মাসকুলার ফুয়েল ট্যাঙ্ক।

2024 KTM 125 Duke: ইঞ্জিন

নতুন কেটিএম ১২৫ ডিউক-এর চাকায় গতি আনতে দেওয়া হয়েছে একটি ১২৪.৯ সিসি, সিঙ্গেল সিলিন্ডার, লিকুইড কুল্ড ইঞ্জিন। যা থেকে সর্বোচ্চ ১৪.৭ বিএইচপি শক্তি এবং ১১ এনএম টর্ক পাওয়া যাবে। মোটরের সাথে দেওয়া হয়েছে ৬-গতির গিয়ারবক্স।

2024 KTM 125 Duke: হার্ডওয়্যার

কেটিএম বাইকটির চ্যাসিসে নতুনত্ব এনেছে। এটি নতুন স্টিল ট্রেলিস ফ্রেম এবং প্রেসার ডাই-কাস্ট অ্যালুমিনিয়াম সাব-ফ্রেমের উপর তৈরি। ফ্রেমের সাথে সংযুক্ত ইউএসডি ফ্রন্ট ফর্ক এবং একটি অফ-সেট মোনোশক রিয়ার সাসপেনশন। ব্রেকিংয়ের দায়িত্ব পালন করতে সামনে ৩২০ মিমি ও পেছনে ২৪০ মিমি ডিস্ক ব্রেক উপস্থিত। আরসি সিরিজের মোটরসাইকেল থেকে এতে রোটর ও অ্যালয় হুইল দেওয়া হয়েছে।

2024 KTM 125 Duke: ফিচার্স

কেটিএম তাদের নতুন 125 Duke-এ দিয়েছে ৫-ইঞ্চি টিএফটি স্ক্রিন, যা 390 Duke থেকে নেওয়া। এতে উপস্থিত ট্র্যাক মোড। এছাড়া রয়েছে সেলফ ক্যানসেলিং টার্ন ইন্ডিকেটর, রাইড বাই ওয়্যার এবং কর্নারিং এবিএস।

2024 KTM 125 Duke: ভারতের লঞ্চ কবে

নতুন KTM 125 Duke ভারতে কবে লঞ্চ করবে সে বিষয়ে এখনো কোনো তথ্য জানায়নি কেটিএম। অনুমান করা হচ্ছে এটি সামনের বছর এদেশের বাজারে হাজির করা হবে।

Tags:    

Similar News