রূপে-গুণে দুর্ধর্ষ, বাইক প্রেমীদের হৃদয়ে ঝড় তুলে লঞ্চ হল নতুন Royal Enfield Classic 350
1 সেপ্টেম্বর দাম ঘোষণা হওয়ার কথা থাকলেও, Royal Enfield Classic 350 আগস্টের অন্তিম দিনেই লঞ্চ হয়ে গেল। রয়্যাল এনফিল্ডের এই বেস্ট সেলিং মোটরসাইকেলের নতুন সংস্করণের দাম 1.99 লক্ষ টাকা থেকে শুরু হয়ে 2.30 লক্ষ টাকা (এক্স-শোরুম) পর্যন্ত গিয়েছে। বর্তমান মডেলের তুলনায় দাম প্রায় 7,000 টাকা বেশি। অতিরিক্ত খরচ করে 2024 Royal Enfield Classic 350-এ নতুন কালার ও ফিচার্স পাবে গ্রাহকরা।
ক্লাসিক-এর হেরিটেজ (মাদ্রাজ রেড, যোধপুর রেড) ভ্যারিয়েন্টে ও হেরিটেজ প্রিমিয়াম (মেডেলিয়ান ব্রোঞ্জ) ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে 1,99,500 টাকা এবং 2,04,000 টাকা রাখা হয়েছে। অন্যদিকে, সিগন্যালস (কম্যান্ডো স্যান্ড), ডার্ক (গান গ্রে ও স্টিল্থ ব্ল্যাক), এবং ক্রোম (এমারেল্ড) ট্রিম কিনতে খরচ হবে যথাক্রমে 2,16,000 টাকা, 2,25,000 টাকা, ও 2,30,000 টাকা। প্রতিটি মূল্য এক্স-শোরুম।
আরও পড়ুন: Yamaha MT 09: ক্লাচ ছাড়াই ছুটবে বাইক! ইয়ামাহার নতুন প্রযুক্তি এবার ভারতে
নতুন ফিচার্সের কথা বললে, Classic 350-এর আপডেটেড ভার্সনে এলইডি হেডলাইট ও পজিশন লাইট রয়েছে। এটি রেট্রো বাইকটিতে মর্ডান টাচ এনেছে। আবার হাই ভ্যারিয়েন্টে অ্যাডজাস্টেবল ব্রেক এবং ক্লাচ লিভার যোগ হয়েছে। পাশাপাশি গিয়ার পজিশন ইন্ডিকেটর এবং মোবাইল চার্জ দেওয়ার জন্য ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট মিলবে এই মোটরসাইকেলে।
এছাড়া, নতুন Royal Enfield Classic 350-এ আর কোনও পরিবর্তন নেই। আগের মতোই এই হেরিটেজ বাইকটি 349 সিসি, সিঙ্গেল সিলিন্ডার, ইঞ্জিন দ্বারা পরিচালিত। এটি থেকে 6,100 আরপিএমে 20.2 বিএইচপি ক্ষমতা ও 4,000 আরপিএমে 27 এনএম টর্ক উৎপন্ন হবে। সঙ্গে থাকছে পাঁচ গতির গিয়ারবক্স।