চালকদের সুবিধার জন্য চুপিসারে গাড়িতে নতুন ফিচার যুক্ত করল Tata Motors
হ্যাচব্যাক সেগমেন্টে টাটা মোটরসের (Tata Motors) বেস্ট সেলিং গাড়ি হচ্ছে Tiago। ভালো সুরক্ষা ব্যবস্থা এবং অত্যাধুনিক ফিচার্স থাকায় বহুদিন ধরেই এটি অসংখ্য ক্রেতার পছন্দের পথ চলার সঙ্গী হয়েছে। আইসি ইঞ্জিনের পাশাপাশি গাড়িটি সিএনজি ও ইলেকট্রিক ভার্সনেও উপলব্ধ। এবারে বৈদ্যুতিক Tiago.ev-র XZ+ Tech LR ভ্যারিয়েন্টে চুপিসারে গুরুত্বপূর্ণ কয়েকটি ফিচার্স যোগ করল টাটা।
Tata Tiago EV পেল নতুন ফিচার আপডেট
Tiago.ev XZ+ Tech LR নতুন আপডেট হিসাবে পেয়েছে অটো ডিমিং সুবিধা সহ আইআরভিএম (IRVM) বা ইনসাইড রিয়ার ভিউ মিরর। অর্থাৎ এখন আর চালককে দিনের পর রাতে ম্যানুয়ালি সুইচ ফ্লিপ করতে হবে না। পেছনের গাড়ির হেডলাইটের প্রতিফলন চালকের দৃষ্টিতে কোনো সমস্যা না করে, সেজন্য এই ব্যবস্থা।
এছাড়া XZ+ ভ্যারিয়েন্টে দেওয়া হয়েছে একটি ৪৫ ওয়াট ইউএসবি পোর্ট, যা মোবাইলের ব্যাটারি দ্রুত চার্জ করে দেবে। আবার ‘পোলেন এয়ার ফিল্টার’ এবং অটো ফোল্ড আউটসাইড রিয়ারভিউ মিরর সমেত হাজির হয়েছে এটি। Tiago.ev-র সমস্ত ভ্যারিয়েন্ট থেকেই ব্ল্যাক রুফ সরিয়ে নিয়েছে টাটা। উপরিউক্ত পরিবর্তনের কারণে গাড়িটির দামে হেরফের ঘটানো হয়নি। আগের মতই মূল্য 7.99 লাখ থেকে 11.89 লাখ টাকা (এক্স-শোরুম) রাখা হয়েছে।
Tiago.ev-র মিডিয়াম রেঞ্জ ভ্যারিয়েন্ট ফুল চার্জে 250 কিলোমিটার পথ অতিক্রম করে। আবার এর লং রাইড ট্রিম থেকে 315 কিলোমিটার রেঞ্জ পাওয়া যায়। উভয় ভার্সনেই অফার করা হয় 3 বছর অথবা 1,25,000 কিলোমিটারের (যেটি আগে হবে) ওয়ারেন্টি। আবার ব্যাটারি প্যাক এবং মোটরের ওপর দেওয়া হয় 8 বছর অথবা 1,60,000 কিলোমিটারের (যেটি আগে হবে) ওয়ারেন্টি।
ফোর লেভেল ব্রেক রি-জেনারেশন এবং দুটি ড্রাইভিং মোড মডেলগুলিতে অফার করা হয়। মিডিয়াম রেঞ্জ ভার্সনের ইলেকট্রিক মোটর থেকে সর্বোচ্চ 60 বিএইচপি শক্তি এবং 110 এনএম টর্ক পাওয়া যায়। আবার লং রেঞ্জ ভার্সনের আউটপুট 73 বিএইচপি এবং 114 এনএম।
Tata Tiago EV-তে স্ট্যান্ডার্ড সেফটি ফিচার্সের তালিকায় রয়েছে ডুয়েল এয়ারব্যাগ, অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম, ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল, টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম, রিয়ার পার্কিং সেন্সর, অটো ব্যাটারি কাট অফ এবং পাংচার রিপেয়ার কিট। বাজারে গাড়িটির প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছে Citroen eC3 ও MG Comet EV। এদের দাম যথাক্রমে 11.61 লাখ ও 6.99 লাখ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু।