অন্য জায়গার থেকে দাম কম, Yamaha FZ-S V4 কোথায় সবচেয়ে সস্তা জানেন
ভারতে সম্প্রতি নতুন কালার অপশনে Yamaha FZ-S V4 লঞ্চ হয়েছে। একইরকম আপডেটের সাথে FZ-X ও R15 মডেল দু'টিও নতুন অবতারে হাজির করেছে কোম্পানি। তবে সবচেয়ে চর্চা বেশি Yamaha FZ-S V4-কে ঘিরে। এক্স-শোরুম মূল্য জানা থাকলেও দেশের বিভিন্ন প্রান্ত থেকে মোটরসাইকেলটির অন-রোড দাম জানতে ইন্টারনেটে বেশি সার্চ পড়ছে। তাই ক্রেতাদের সুবিধার্থে এই প্রতিবেদনে দেশের দশটি বড় শহরে নতুন Yamaha FZ-S V4- আসল দাম দেওয়া থাকল।
মুম্বাই : 1,59,200
বেঙ্গালুরু : 1,64,253
দিল্লি : 1,47,056
পুণে : 1,57,475
নভি মুম্বাই : 1,52,774
হায়দ্রাবাদ : 1,53,279
আমেদাবাদ : 1,56,190
চেন্নাই : 1,59,168
কলকাতা : 1,58,210
চন্ডিগড় : 1,50,648
উপরে দেখা যাচ্ছে, Yamaha FZ-S V4 সবচেয়ে সস্তা দিল্লিতে এবং সবথেকে দামী বেঙ্গালুরুতে। এক্স শোরুম দামের সাথে বীমা এবং আরটিও চার্জ যুক্ত হওয়ার পর অন-রোড প্রাইস ধার্য হয়েছে। তাই ডিলার এবং রাজ্য ভেদে এর পরিমাণ আলাদা হয়। Yamaha FZ-S V4 নতুন কালার স্কিম আপডেট হিসেবে পেয়েছে। বর্তমানে বাইকটি পাঁচটি রঙের বিকল্পে বেছে নেওয়া যায় – ম্যাট ব্ল্যাক, রেসিং ব্লু, ম্যাজেস্টি রেড, ডার্ক ম্যাট ব্লু এবং মেটালিক গ্রে।
নতুন Yamaha FZ-S V4 আগেই মতোই 149 সিসি, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিনে দৌড়য়। যা থেকে সর্বোচ্চ 12.3 বিএইচপি ক্ষমতা এবং 13.3 এনএম টর্ক উৎপন্ন হয়। ইঞ্জিনকে শক্তি জোগাতে রয়েছে পাঁচ গতির গিয়ারবক্স। সুরক্ষজনিত বৈশিষ্ট্য হিসেবে বাইকটিতে রয়েছে ট্রাকশন কন্ট্রোল, ব্লুটুথ কানেক্টিভিটি সহ এলসিডি ডিসপ্লে এবং এবিএস।