Best Milage Cars: পেট্রল কম খেয়ে চলে বেশি, মাইলেজে সেরা দেশের এই পাঁচটি গাড়ি
গতকাল অর্থাৎ ৫ জুন সমগ্র বিশ্বে ঘটা করে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক পরিবেশ দিবস। পরিবেশের করুণ অবস্থা সম্পর্কে মানুষকে সচেতন করতে, পরিবেশ রক্ষায় সার্বিক সহযোগিতা গড়ে তুলতেই এই দিনটি পালিত হয়। গতকাল তাই বহু সরকারি প্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবী সংস্থাকে কমবেশি গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ করতে দেখা গিয়েছে। এদিকে জ্বালানি তেলের সাশ্রয়কেও পরিবেশ রক্ষার একটি পন্থা হিসেবে ধরা হয়। আবার বেশি মাইলেজের গাড়ি, তার মালিকের পকেটে টান না পড়ে, সেদিকেও খেয়াল রাখে। এই প্রতিবেদনে সবচেয়ে বেশি মাইলেজের ৫টি সেরা পেট্রল গাড়ির সম্পর্কে আমরা জেনে নেব।
মারুতি সুজুকি সেলেরিও (Maruti Suzuki Celerio)
গত বছর নভেম্বরে নতুন প্রজন্মের সেলেরিও লঞ্চ করেছিল মারুতি সুজুকি। এক লিটার জ্বালানিতে ২৬.৬৮ কিমি পথ চলতে পারার কারণে সংস্থা তথা দেশের মধ্যে এটি সর্বাধিক মাইলেজের গাড়ির তকমা পেয়েছে। যদিও ম্যানুয়াল মডেলে ২৫.২৪ কিমি/লিটার মাইলেজ পাওয়া যায়। এতে একটি ১.০ লিটার ডুয়েলজেট K10 পেট্রল ইঞ্জিন রয়েছে, যা থেকে ৬৭ বিএইচপি শক্তি এবং ৮৯ এনএম টর্ক পাওয়া যায়। ৫-স্পিড ম্যানুয়াল এবং অটোমেটিক ট্রান্সমিশন বিকল্পে বেছে নেওয়া যায় গাড়িটি।
হন্ডা সিটি ই:এইচইভি (Honda City E:HEV)
গত মাসে নতুন প্রজন্মের হাইব্রিড গাড়ি সিটি ই:এইচইভি বাজারে হাজির করেছে হন্ডা। এটি ২৬.৫ কিমি মাইলেজ দেয় বলে দাবি করা হয়েছে। সেকারণে হন্ডা সিটি হাইব্রিড ভারতের দ্বিতীয় সর্বোচ্চ মাইলেজের গাড়ি। এতে আছে ১.৫ লিটার ৪-সিলিন্ডার ন্যাচারালি অ্যাস্পিরেটেড অ্যাটকিনসন পেট্রল ইঞ্জিন, যার সাথে সংযুক্ত একজোড়া ইলেকট্রিক মোটর। পেট্রল ইঞ্জিনের আউটপুট ৯৮ বিএইচপি এবং ১২৭ এনএম টর্ক। ইলেকট্রিক মোটর থেকে উৎপন্ন হয় ১০৯ বিএইচপি শক্তি এবং ২৫৩ এনএম টর্ক।
মারুতি সুজুকি ওয়াগনআর (Maruti Suzuki WagonR)
ভারতে দু’টি পেট্রল ইঞ্জিনের বিকল্পে কেনা যায় মারুতি সুজুকি ওয়াগনআর – ১.০ লিটার এবং ১.২ লিটার। গাড়িটি আবার সিএনজি ভার্সনেও উপলব্ধ। এক কেজি সিএনজি-তে ৩৪.০৫ কিমি পথ চলতে পারে। অন্যদিকে ১.০ লিটারের পেট্রোল ইঞ্জিন সহ অটোমেটিক ট্রান্সমিশন মডেলটির ARAI-এর পরীক্ষিত মাইলেজ ২৫.১৯ কিমি/লিটার। অন্যদিকে ম্যানুয়াল গিয়ারের মডেলটির মাইলেজ ২৪.৩৫ কিমি/লিটার।
মারুতি সুজুকি ডিজায়ার (Maruti Suzuki Dzire)
গত বছর ডিজায়ার গাড়িটির আপডেটেড মডেল লঞ্চ করেছিল মারুতি। ১.২ লিটার ডুয়েলজেট K12N পেট্রল ইঞ্জিনে ছোটে। যা থেকে ৯০ বিএইচপি শক্তি ১১৩ এনএম টর্ক আউটপুট পাওয়া যায়। অটোমেটিক এবং ম্যানুয়াল উভয় ট্রান্সমিশনে বেছে নেওয়া যায় গাড়িটি। তবে AMT মডেলটির মাইলেজ তুলনামূলক বেশি। এক লিটার পেট্রলে ম্যানুয়াল গিয়ার বক্স সহ মডেলটির মাইলেজ ২৩.২৬ কিমি, যেখানে AMT মডেলটির মাইলেজ ২৪.১২ কিমি/লিটার।
মারুতি সুজুকি সুইফ্ট (Maruti Suzuki Swift)
ডিজায়ারের মতো সুইফ্টের আউটপুট ৯০ বিএইচপি। ১.২ লিটার ডুয়েলজেট ইঞ্জিন রয়েছে গাড়িটিতে। AMT ভার্সনের মাইলেজ ২৩.৭৬ কিমি/লিটার, অন্যদিকে ম্যানুয়াল মডেলটি এক লিটার পেট্রলে যায় ২৩.২০ কিমি পথ। বর্তমানে হট-সেলিং হ্যাচব্যাক গাড়িটির তৃতীয় প্রজন্ম বাজারে উপলব্ধ। এর ডুয়েলজেট পেট্রোল ইঞ্জিনের আউটপুট ৮৯ বিএইচপি। আবার ১.২ লিটার ডিজেল ইঞ্জিনের মাইলেজ ২১.২১ কিমি/লিটার।