একমাত্র Flipkart দিচ্ছে সুবিধা, ঘরে বসে কিনুন নামী সংস্থার ইলেকট্রিক স্কুটার, এক চার্জে 121 কিমি, দাম?

By :  SUMAN
Update: 2022-08-27 08:11 GMT

বিশ্বব্যাপী করোনা অতিমারির করাল গ্রাসের কালে যে কোনো জিনিস কেনাকাটার জন্য মানুষের অনলাইন নির্ভরশীলতা কয়েকগুণ বাড়তে দেখা গিয়েছে। লকডাউনে ঘরবন্ধী অসহায় গ্রাহকদের নিত্য প্রয়োজনীয় থেকে ভোগ সামগ্রী সরবরাহ করে চাহিদা জোগান দিয়েছিল ই-কমার্স সংস্থাগুলি। আবার করোনা পরবর্তী সময়েও সেই ধারা অনেকাংশেই জারি রয়েছে। অনলাইনে পণ্য কেনাকাটার একসময়কার অভ্যাস কাঁটাতে নারাজ অনেকেই। সে কথা বিবেচনা করে ই-কমার্স সংস্থাগুলির পণ্যের তালিকায় চাল-ডাল-তেল-নুন থেকে শুরু করে টিভি, রেফ্রিজারেটর, স্মার্টফোন সহ হরেক ইলেকট্রনিক গ্যাজেট সংযোজিত হয়েছে। এমনকি ইদানিং ইলেকট্রিক স্কুটারও পাওয়া যাচ্ছে অনলাইনে। উদাহরণস্বরূপ বলা যায়, জুলাইয়ে ফ্লিপকার্ট (Flipkart) ই-কমার্স সাইটে বাউন্স ইনফিনিটি (Bounce Infinity) তাদের E1 ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছিল। এবারে সেই পথ অবলম্বন করল অ্যাম্পিয়ার (Ampere)।

গ্রীভস কটন লিমিটেড (Greaves Cotton Limited)-এর ইলেকট্রিক স্কুটার তৈরির শাখা অ্যাম্পিয়ার এবারে ফ্লিপকার্টের সাথে গাটছড়া বাঁধার কথা ঘোষণা করল। যার অধীনে সংস্থাটি তাদের বেস্ট সেলিং ই-স্কুটার Ampere Magnus EX, ফ্লিপকার্টে লঞ্চ করেছে। অর্থাৎ গ্রাহকরা এবার থেকে এক্স-শোরুম মূল্য প্রদান করে ফ্লিপকার্ট থেকেও স্কুটারটি কিনতে পারবেন। পরীক্ষামূলক ভাবে আপাতত বেঙ্গালুরু, কলকাতা, জয়পুর এবং পুণেতে এই সুবিধা চালু করা হয়েছে।

Magnus EX-এ বিভিন্ন রাজ্য সরকারের ভর্তুকি ও অন্যান্য সুবিধা উপলব্ধ বলে জানিয়েছে সংস্থা। ফ্লিপকার্ট থেকে বুক করার পর স্থানীয় ডিলারশিপের তরফে গ্রাহকদের সাথে আরটিও-তে নথিভুক্তকরণ, বীমা এবং ডেলিভারির বিষয় নিয়ে যোগাযোগ করা হবে। এই সম্পূর্ণ প্রক্রিয়া বুকিংয়ের ১৫ দিনের মধ্যে সম্পূর্ণ করা হবে। নিকটবর্তী ডিলারশিপ থেকেই ডেলিভারি পাওয়া যাবে।

এই প্রসঙ্গে গ্রীভস ইলেকট্রিক মোবিলিটির কার্যনির্বাহী আধিকারিক এবং সিইও সঞ্জয় বেহল বলেন, “ফ্লিপকার্টের সাথে অংশীদারিত্বের কথা ঘোষণা করতে পেরে আমরা আনন্দিত। এর ফলে Ampere Electric Scooter দেশের সমস্ত প্রান্তের গ্রাহকদের ডেলিভারি করতে সুবিধা হবে।

উল্লেখ্য, ২.৩ কিলোওয়াট আওয়ার লিথিয়াম আয়ন ব্যাটারি এবং ২১০০ ওয়াট মোটর-সহ এসেছে Ampere Magnus EX। ব্যাটারিটি সম্পূর্ণ চার্জ হতে সময় লাগবে ৬ ঘন্টা। মোটরের সর্বোচ্চ আউটপুট ১৮ এনএম এবং সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৫০ কিমি। সম্পূর্ণ চার্জে এর রেঞ্জ ১২১ কিমি। ফিচারের তালিকায় স্পিডোমিটার, ওডোমিটার, টেলিস্কোপিক ফর্ক, ডুয়েল রিয়ার কয়েল স্প্রিং, কম্বি ব্রেকিং সিস্টেম, হ্যালোজেন হেডল্যাম্প ও টার্ন ইন্ডিকেটর রয়েছে। ফ্লিপকার্টে ইলেকট্রিক স্কুটারটির দাম ৭৭,২৪৯ টাকা ধার্য করা হয়েছে। আর নথিভুক্তি-সহ অন্যান্য খরচ বাবদ অতিরিক্ত ১৩,৮০০ টাকা ব্যয় করতে হবে কলকাতাবাসীকে।

Tags:    

Similar News