Ampere Magnus: সস্তায় স্টাইলিশ লুকস ও বিশাল মাইলেজ, আজই বাড়ি আনুন এই ইলেকট্রিক স্কুটি

By :  SUMAN
Update: 2024-05-30 10:51 GMT

কম দামে স্টাইলিশ ইলেকট্রিক স্কুটার খোঁজ করছেন? যেটি ফিচার সমৃদ্ধ হতে হবে আবার পারফরন্যান্সের সাথেও আপোষ করবে না। তাহলে আপনার জন্য সেরা পছন্দ হতে পারে Ampere Magnus EX। এটি যে কেবল নজরকাড়া ডিজাইনের, তেমনটিই নয়। রয়েছে মন খুশিতে ভরিয়ে দেওয়ার মত রেঞ্জ। একবার সম্পূর্ণ চার্জ দিলে ১০০ কিলোমিটার পথ অতিক্রম করতে সক্ষম এই ব্যাটারি চালিত স্কুটারটি।

Ampere Magnus EX কেন কিনবেন

Ampere Magnus EX-এ উপস্থিত একটি ১২০০ ওয়াট বিএলডিসি মোটর। এটি থেকে প্রতি ঘন্টায় সর্বোচ্চ ৫৩ কিলোমিটার গতিবেগ পাওয়া যায়। ১০ ডিগ্রী পর্যন্ত খাড়া ঢালে অনায়াসে ওঠা নামা করতে সক্ষম স্কুটারটি। এতে ফুল চার্জে প্রায় ৮০-১০০ কিলোমিটার রেঞ্জ মেলে, যা শহরের রাস্তায় ঘোরার জন্য যথেষ্ট।

আরামদায়ক এবং সুরক্ষিত যাত্রার জন্য Ampere Magnus EX-এ রয়েছে একাধিক উল্লেখযোগ্য ফিচার্স। যেমন রোড সাইড অ্যাসিস্ট্যান্স। রাস্তায় স্কুটারে গোলযোগ দেখা দিলে কোম্পানির রোড সাইড অ্যাসিস্ট্যান্স সহায়তার হাত বাড়িয়ে দেয়। এছাড়াও উপস্থিত জিও ফেন্সিং, এর মাধ্যমে স্কুটারে একটি ভার্চুয়াল বাউন্ডারি সেট করে রাখা যায়। চলার সময় তা পেরোলেই অ্যালার্ম বাজবে।

Ampere Magnus EX-এ আছে অ্যান্টি থেফ্ট অ্যালার্ম। নাম শুনেই বুঝতে পারছেন, এই বৈশিষ্ট্য স্কুটার চুরি যাওয়ার হাত থেকে রক্ষা করবে। ডিজিটাল ডিসপ্লে’তে ভেসে উঠবে স্পিডোমিটার, ওডোমিটার, ট্রিপ মিটার এবং ট্যাকোমিটার। এছাড়া উপস্থিত এলইডি হেডলাইট, টেল লাইট এবং টার্ন সিগন্যাল লাইট। দূরবর্তী যাত্রার জন্য আরামদায়ক সিট বর্তমান। ব্যাটারি সম্পূর্ণ চার্জ হতে চার থেকে পাঁচ ঘন্টা সময় নেয়। কিনতে খরচ পড়ে ৯৪,৯০০ টাকা (এক্স-শোরুম)। স্টাইলের সাথে পারফরম্যান্স ও ফিচারের দিক থেকেও যথেষ্ট উন্নত এই স্কুটার। তাই চোখ বুজে এতে ভরসা রাখতে পারেন।

Tags:    

Similar News