Ola S1 নাকি Ampere Primus? পাওয়ার, মাইলেজে এগিয়ে কোন ই-স্কুটার, জেনে নিন
Greaves Electric Mobility এর মালিকানাধীন বৈদ্যুতিক স্কুটার নির্মাতা Ampere অতি সম্প্রতি Primus নামে একটি হাই-স্পিড মডেল লঞ্চ করেছে।যার এক্স শোরুম মূল্য ধার্য করা হয়েছে ১.০৯ লাখ টাকা। একই বাজেটে ভারতে উচ্চ গতিসম্পন্ন ইলেকট্রিক স্কুটারের কথা উঠলে সবার প্রথমেই চলে আসে Ola Electric এর তৈরি S1 এর নাম । অতএব বোঝাই যাচ্ছে এই দুই দু'চাকার এর মধ্যে একদম টানটান প্রতিযোগিতা চলবে। আজকের প্রতিবেদনে দেখে নেওয়া যাক এই দুই প্রতিদ্বন্দীর মধ্যে কার পাল্লা কোন দিকে ভারী।
Ampere Primus vs Ola S1: ডিজাইন
উন্নত ফিচার্সে সুসজ্জিত হওয়া অ্যাম্পিয়ার প্রাইমাস এ নজরে পড়বে সামনের অ্যাপ্রনের উপর লাগানো ইন্ডিকেটর, কৌণিক আকৃতির এলইডি হেডলাইট এবং একটি চওড়া হ্যান্ডেল বার। এছাড়াও থাকছে ফ্ল্যাট ফুডবোর্ড, এক টানা গ্র্যাবরেল, ট্যাপার্ড টেল সেকশন এবং একটি সরু এলইডি টেইলল্যাম্প।
অপরদিকে ওলা এস১ ফিউচারিস্টিক লুকে অবতীর্ণ হয়েছে। এতে আছে ডুয়েল পড এলইডি হেড লাইট, অ্যাঙ্গুলার মিরররর, ফ্ল্যাট ফুটবোর্ড। এছাড়াও এতে থাকা সিঙ্গেল পিস সিট, স্প্লিট টাইপ গ্র্যাবরেল, চওড়া বডি প্যানেল এবং এলইডি টেললাইটও বেশ নজর কাড়বে। দুটি স্কুটারেই অ্যালয় হুইল রয়েছে।
Ampere Primus vs Ola S1: ব্যাটারি, মোটর ও রেঞ্জ
অ্যাম্পিয়ার প্রাইমাস মডেলটিতে উপস্থিত রয়েছে ৪ কিলোওয়াট যুক্ত PMS ইলেকট্রিক মোটর। যা জল প্রতিরোধের জন্য IP67 সার্টিফিকেট যুক্ত। সাথে শক্তি ভান্ডার হিসেবে রয়েছে ৩ কিলোওয়াট আওয়ারের লিথিয়াম ফেরো ফসফেট ব্যাটারি প্যাক। যা একবার চার্জে সর্বোচ্চ ১০০ কিমি পর্যন্ত যেতে পারে।
অপরদিকে Ola S1 শক্তি সংগ্রহ করে ৮.৫ কিলোওয়াট ক্ষমতা বিশিষ্ট ইলেকট্রিক মোটর থেকে। এতে ৩ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক যুক্ত রয়েছে। চার্জে পরিপুষ্ট অবস্থায় ১৪১ কিমি পর্যন্ত দৌড়াতে পারে। অর্থাৎ অ্যাম্পিয়ারের তুলনায় রেঞ্জ অনেক বেশি।
Primus vs Ola S1: ব্রেক ও সাসপেনশন
অ্যাম্পিয়ার প্রাইমাস এর দুই চাকাতেই রয়েছে ড্রাম ব্রেক। এদিক থেকেও এগিয়ে ওলা। কারণ এর উভয় চাকাতেই ডিস্ক ব্রেক উপলব্ধ রয়েছে। যদিও দুটি স্কুটারেই কিন্তু কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম পরিলক্ষিত হয়। প্রাইমাস এর সামনে টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক থাকলেও ওলাতে সিঙ্গেল সাইডেড ফর্ক ব্যবহার করা হয়েছে। তবে দুজনের পিছনের দিকে অবশ্য সাসপেনশনের দায়িত্ব সামলাচ্ছে মনোশক অ্যাজর্ভার।
Primus vs Ola S1: (মূল্য ও উপযোগিতা)
ভারতের বাজারে অ্যাম্পিয়ার প্রাইমাস ১.০৯ লাখ টাকায় আপনার হাতে আসতে পারে। কিন্তু Ola S1 কিনতে খরচ হবে শুধুমাত্র ১ লাখ টাকা (এক্স শোরুম)। যদি আপনি এই দুই স্কুটারের মধ্যে তুলনামূলক ভাবে শ্রেষ্ঠটি কিনতে চান তাহলে আমাদের ভোট Ola S1এর দিকে। মাত্র ১ লাখ টাকার মধ্যে এর শক্তিশালী ইলেকট্রিক মোটর, ফিউচারিস্টিক লুক, দীর্ঘ রেঞ্জ, উন্নত ব্রেকিং সিস্টেম সত্যিই প্রশংসনীয়।